Home / মিডিয়া নিউজ / ছোট ভাইদের প্রেমিকার প্রেমে মারজুক রাসেল!

ছোট ভাইদের প্রেমিকার প্রেমে মারজুক রাসেল!

জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর আর শিপন মিত্র ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। দুজনই তন্বী

নামের একজন মেয়েকে ভালোবাসে। একপর্যায়ে মেয়েটিকে নিয়ে দুই বন্ধুর ঝগড়া হলে তারা

পাড়ার এক বড় ভাইয়ের কাছে যায়। কিন্তু মেয়েটিকে দেখে বড় ভাইও প্রেমে পড়ে যায়। সে উল্টা মেয়েটির পেছনে ঘুরতে শুরু করে।

তবে এমনটি বাস্তবে ঘটবে না। এমনটি দেখা ঈদের পাঁচ পর্বের বিশেষ ধারাবাহিক ‘মার ঘুরিয়ে’র দৃশ্যে। বিশ্বজিৎ দত্ত রচিত নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত।

নাটকটির দৃশ্যে দেখা যাবে, জনি আর রনি ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। তাদের একটি ক্রিকেট টিম আছে। পাড়ায় তন্বী নামে নতুন এক মেয়ে আসে। তার বাবা একসময় জাতীয় ক্রিকেট দলের আম্পায়ার ছিল। এদিকে, প্রথম দেখায় তন্বীকে ভালো লেগে যায় দুই বন্ধুরই। দুজনই মেয়েটার পেছনে ঘুরতে শুরু করে। বিষয়টি বুঝে মেয়েটিও দুজনকেই ঘুরাতে শুরু করে। এদিকে তন্বীর বাবা জনি-রনির ক্রিকেট দলে আম্পায়ারিং শুরু করে।

তারপর দুই বন্ধুই তন্বীর বাবার সঙ্গে তেলবাজি শুরু করে। কেউ বাজার করে দেয় আবার কেউ ঘরে জামাকাপড় ধুয়ে দেয়। একপর্যায়ে মেয়েটিকে নিয়ে দুই বন্ধুর ঝগড়া হলে তারা পাড়ার এক বড় ভাইয়ের কাছে যায়। দুজন দুজনের নামে নালিশ করলে সালিশ বসে। সালিশে মেয়েটিকে দেখে বড় ভাইও প্রেমে পড়ে যায়। সে উল্টা মেয়েটির পেছনে ঘুরতে শুরু করে। অন্যদিকে মেয়েটির বাবার খুব ইচ্ছে কোনো এক ক্রিকেটারের সঙ্গে তার মেয়ের বিয়ে দিবে। এরপর মজার মজার নানা ঘটনা নিয়ে এগিয়ে যাবে নাটকটির দৃশ্য।

পাঁচ পর্বের এই ধারাবাহিক নাটকের জনি আর রনির চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও শিপন মিত্র। তন্বীর চরিত্রে তাসনুভা তিশা ও বড় ভাইয়ের চরিত্রে রুপদান করেছেন মারজুক রাসেল।

নির্মাতা সুত্রে জানা গেছে, ‘মার ঘুরিয়ে’ নাটকটি ঈদুল ফিতরের দিন থেকে টানা পাঁচ দিন সন্ধ্যা ৭টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে প্রচার হবে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *