Home / মিডিয়া নিউজ / আড়াল ভেঙে অভিনয়ে ফিরলেন সারিকা

আড়াল ভেঙে অভিনয়ে ফিরলেন সারিকা

জনপ্রিয় মডেল অভিনেত্রী সারিকাে ক্যারিয়ার শুরু হয় ২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে। এরপর

২০১০ সালের থেকে অভিনয় শুরু করেন। অভিনয়ের গুনে পৌচ্ছে যান জনপ্রিয়তার তুঙ্গে। কিন্তু

সারিকা ক্যারিয়ারের সুবর্ণ সময়ে তারকাখ্যাতি মেনটেইন করতে পারেননি। এ ছাড়া সময় মেনে

কাজ না করা, বিয়ে করে ফেলা, সংসারে বিচ্ছেদ, হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন, তার ক্যারিয়ারের

জন্য কাল হয়ে দাঁড়ায়। কিন্তু যখন সারিকা সচেতন হয়েছেন, তখন আর সারিকার পূর্বের জায়গায় ফিরে যেতে পারেননি।

মাঝে ফিরলেও আবারো চলিত বছরে খোঁজ পাওয়া যাচ্ছিলো না সারিকার। তবে নতুন খবর হলো, খোঁজ মিলেছে এ অভিনেত্রীর। প্রায় ছয় মাস বিরতির

পর অভিনয়ে ফিরেছেন তিনি। আসছে ঈদের জন্য নির্মিত ‘চুল তার কবেকার’ শিরোনামের একটি টেলিফিল্মে দেখা যাবে তাকে। এটি রচনা ও পরিচালনা করছেন তুহিন হোসেন। গত ১৭ মে এই টেলিফিল্মটির শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেত্রী।

এ বিষয়ে সারিকা বলেন, টেলিফিল্মটির গল্পটি খুবই মজার। এর আগেও এই নির্মাতার সঙ্গে আমার কাজ করা হয়েছে। যার কারণে তার প্রতি আমার আস্থা রয়েছে। এজন্যই কাজটি করা হয়েছে।

টেলিফিল্মটিতে সারিকার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা মিশু সাব্বির। এতে আরো অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপুসহ আরো অনেকেই।

নির্মাতা সুত্রে জানা গেছে, এই টেলিফিল্মটি ঈদের সপ্তমদিন রাত ৭টা ৪৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে প্রচার হবে।

এর আগে অশিল্পীসুলভ আচরণের জন্য ২০১৮ সালের শেষের দিকে সারিকাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তারপর তিনি নিজের আচরণের জন্য ক্ষমাও চাওয়ায় সংগঠনটি সারিকার নিষেধাজ্ঞা শিথিল করে। আবারো অভিনয়েও ফিরলেও আর নিয়মিত হতে পারেননি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *