Home / মিডিয়া নিউজ / জয়ার কণ্ঠ দেখে মুগ্ধ ডা. দেবী শেঠি

জয়ার কণ্ঠ দেখে মুগ্ধ ডা. দেবী শেঠি

একটি সিনেমা দেখে আবেগে আপ্লুত হলেন ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি ও তার টিম।

সিনেমা দেখে ডা. দেবী শেঠি জানালেন, এই সিনেমা সবার অনুপ্রেরণা। নিজের রোগীদেরও এ সিনেমা দেখার পরামর্শ দেবেন তিনি।

সোমবার এ সিনেমার বিশেষ একটি স্ক্রিনিং হয় বেঙ্গালুরুতে। এর আগে গত এপ্রিলে এ সিনেমার ট্রেলার বের হয়।

মূলত ক্যান্সারে সচেতনতা বাতাতেই এই সিনেমা, যার নাম ‘কণ্ঠ’। এ সিনেমার পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়। সিনেমার মূল চরিত্রে অর্জুন (শিবপ্রসাদ) আদতে একজন কণ্ঠশিল্পী, রেডিও জকি। একদিন হঠাৎই ধরা পরে তার গলার ক্যান্সার। চিকিৎসক তাকে স্বরযন্ত্রই বাদ দিতে হবে বললেন। এরপর তার অপারেশন হয়। অপারেশনের পর অর্জুনের গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোতে শুরু করে।

সেখান থেকে তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। কীভাবে সেখান থেকে বেরিয়ে আসলেন তিনি এই নিয়েই সিনেমার গল্প। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ,পাওলি ও জয়া আহসান।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *