Home / মিডিয়া নিউজ / ‘এখন আমার বউ দরকার’

‘এখন আমার বউ দরকার’

ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। মুক্তির পর থেকে

প্রতিটি শো’ই হাউজফুল যাচ্ছে চলচ্চিত্রটির। ১৭৭ প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘পাসওয়ার্ড’ নিয়ে কথা বলতে

বৃহস্পতিবার চ্যানেল আইয়ের পর্দায় হাজির হয়েছিলেন দেশের সেরা এই নায়ক। সেখানে কথা প্রসঙ্গে তিনি বলেন, এখন আমার বউ দরকার।

চ্যানেল আইয়ের ঈদের বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’-এ উপস্থিত হয়ে তিনি একথা বলেন। এ সময় সঙ্গে ছিলেন মিশা সওদাগর এবং নায়ক ইমন।

জাহিদ নেওয়াজ খান এর পরিকল্পনায় ও রাজু আলীম এর প্রযোজনায় ঈদে ‘টু দ্য পয়েন্ট’-এর বিশেষ এই পর্বটি উপস্থাপনা করেন সোমা ইসলাম।

ঈদ উপলক্ষে নির্মিত ‘টু দ্য পয়েন্ট’-এর বিশেষ পর্বটিতে শাকিব খান ‘পাসওয়ার্ড’ প্রসঙ্গ ছাড়াও ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে শাকিব খানকে সোমা ইসলাম প্রশ্ন করেন, আপনি তো সারাজীবন অনেক সুন্দর সুন্দর নায়িকার সঙ্গে কাজ করেছেন, ঘরের বউটা কেমন হবে সেই কল্পনা কি করেছেন? উত্তরে শাকিব খান বলেন, এখন আমার বউ দরকার, নায়িকা দরকার নেই।

শাকিব আরো বলেন, প্রতি বছরই ঈদে বাবার সঙ্গে নামাজ পড়তে যান তিনি। এবার ঈদে তার কাছে মনে হচ্ছিল ছেলে আব্রাহাম খান জয় কবে বড় হবে, আর তার সঙ্গে নামাজ পড়তে যাবে।

২০১৮ সালের ২১ জুলাই রাত ৮টা ৩০ মিনিট থেকে নিয়মিত লাইভ সম্প্রচার শুরু হয়েছে চ্যানেল আই এর সাম্প্রতিক বিষয়ে আলোচনা-পর্যালোচনার অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’। টেলিভিশনে সরাসরি সম্প্রচারের পাশাপাশি চ্যানেল আই এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *