Home / মিডিয়া নিউজ / বদলে যাচ্ছেন আলোচিত সেই সিমলা!

বদলে যাচ্ছেন আলোচিত সেই সিমলা!

বর্তমান সময়ের সাথে তাল রেখে বদলে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সিমলা।

তবে তার এই বদলে যাওয়াটা একমাত্রই অভিনয়ের স্বার্থে। আগেরকর সিমলার সাথে এখনকার সিমলার

অনেক পার্থক্য পোশাক-আশাক আর মেকআপ গেটআপে। ইদানীং বেশ উদার হয়েই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সিমলা।

দেখা যাচ্ছে, সিমালার মেকআপ-গেটআপেও দারুণ পরিবর্তন। হাতে খুব বেশি ছবি না থাকলেও যে দু-একটি আছে সেগুলোতেও বেশ সাহসী দৃশ্যে স্বাভাবিকভাবেই উপস্থিত হচ্ছেন।

মোট কথা, সবকিছুতেই নিজেকে বদলানোর একটা চেষ্টা তার মধ্যে লক্ষ্য করছেন অনেকেই। সুঅভিনেত্রী হিসেবে সুনাম ছিল শহীদুল ইসলাম খোকনের আবিষ্কার সিমলার।

প্রথম ‘ম্যাডাম ফুলি’তে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারপর অধিকাংশ ছবিতেই একজন সুঅভিনেত্রীকেই সবাই খুঁজে পেয়েছিলেন। কিন্তু এখন সময় বদলেছে। অভিনয়ের পাশাপাশি গ্ল্যামার ও সাহস লাগে। অনেকটাই উদার হতে হয়। সিমলা নিজেও সেটা স্বীকার করে বললেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি।

সিমলা বললেন, এখন যে ধরনের ছবি হচ্ছে, যে ধরনের চরিত্রে নায়িকারা কাজ করছেন, আমাকেও সেই রূপেই ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে।

তিনি বলেন, নিজেকে কতটা বদলাচ্ছি কিংবা বদলাতে পারছি, সেটা চলচ্চিত্রবোদ্ধারাই ভাল বলতে পারবেন। আমি যেটা বলবো, সেটা হচ্ছে, আমি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করি।

ক্যামেরার সামনে নির্মাতারা যেভাবেই চান আমি সেভাবেই আসার চেষ্টা করি এবং সেটা অবশ্যই চরিত্রের প্রয়োজনে। সাহস, উদারতা যেটাই বলা হোক না কেন আমি চরিত্রের প্রয়োজনেই করছি, অন্য কোন উদ্দেশ্যে নয়।

সিমলা বলেন, আমি একজন অভিনেত্রী। অভিনয় আমার নেশা ও পেশা। যা কিছুই করবো করছি, সেটা অভিনয়ের স্বার্থেই। এর বাইরে আমার কোন স্বার্থ নেই। তবে সময়ের প্রয়োজনে অনেক কিছুই বদলায়, আমিও হয়তো বদলাচ্ছি। তবে এই বদলানোটা অভিনেত্রী সিমলাকে বিসর্জন দিয়ে নয়।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *