Home / মিডিয়া নিউজ / নিয়ামতের জন্য ব্যাংককে নাদিয়া

নিয়ামতের জন্য ব্যাংককে নাদিয়া

বিনোদন ডেস্ক : নিয়ামতের জন্য বাংলাদেশ ছেড়ে ব্যাংকক যাচ্ছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া।

বুধবার ভোরের ফ্লাইটে তিনি যাচ্ছেন বলে জানা গেছে। কে এই নিয়ামত? কেনই বা তার জন্য হঠাৎ

বাংলাদেশ থেকে ব্যাংকক? নাদিয়া বললেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। তিনি আমাদের সবার প্রিয় অভিনেতা

শহীদুজ্জামান সেলিম ভাই। তার জন্যই আমি এক সপ্তাহের জন্য ঢাকা ছাড়ছি। আশা করছি আমার উদ্দেশ্য সফল হবে।’

বিষয়টি যখন গোলমেলে লাগছিলো তখন নাদিয়া নিজেই নাটকিয়তা রেখে স্পষ্ট করে জানান, ‘নিয়ামত অন দ্য ওয়ে টু পাতায়া’ শীর্ষক একটি বিশেষ নাটকের শ্যুটিংয়ে তিনি সেখানে যাচ্ছেন। আর এই নাটকের নাম ভুমিকায় অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম।

৬ পর্বের এই ঈদ বিশেষ ধারাবাহিকটি পরিচালনা করবেন অনিরুদ্ধ রাসেল। এটি প্রচার হবে এসএ টিভিতে।

ব্যাংককের মনোরম লোকেশনে শ্যুটিং শেষ করে নাদিয়া দেশে ফিরবেন ১২ আগষ্ট। এরমধ্যে নাম ঠিক না হওয়া আরেকটি টেলিফিল্মেরও শ্যুটিং করবেন সেখানে।

নাদিয়া বলেন, ‘সদ্য শেষ হওয়া রোজার ঈদে এসএ টিভিতে প্রচার হয় ‘নিয়ামতের কিয়ামত’ নাটকটি। তারও আগে প্রচার হয় ‘নিয়ামতের বিবিগন’। ওই নাটকের সিক্যুয়াল হচ্ছে ‘নিয়ামত অন দ্য ওয়ে টু পাতায়া’। এবারের সিক্যুয়ালে সেলিম ভাইর শ্যালিকা চরিত্রে দেখা যাবে আমাকে’।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *