Home / মিডিয়া নিউজ / সাহায্য দূরে থাক, রাতে ‘এনজয়’ করল সবাই! একাধিক

সাহায্য দূরে থাক, রাতে ‘এনজয়’ করল সবাই! একাধিক

সোমবার রাতে বাড়ি ফেরার সময়ে তিন মদ্যপ চড়াও হয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্রের গাড়িতে। তাঁর

শ্লীলতাহানি তো বটেই, গাড়ির চালককেও মারধর করে অভিযুক্তরা। শেষ পর্যন্ত প্রায় আধ ঘণ্টার

হেনস্থার পরে তারাতলা থানার ওসি এসে তাঁকে উদ্ধার করেন বলে জানিয়েছেন কাঞ্চনা।

অভিনেত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, ওই পুলিশ অফিসার আসার আগে পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা কার্যত দাঁড়িয়ে ’মজা’ দেখেন। বার বার সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেননি বলেই দাবি করেছেন তিনি।

সোমবার রাতে সিরিটি শ্মশানের কাছে এই ঘটনা ঘটে। গাড়িতে ঢিল মারার পরে গাড়ি দাঁড় করাতেই দুই মদ্যপ তাঁর গাড়ির উপরে চড়াও হয় বলে জানিয়েছেন কাঞ্চনা। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হন আরও একজন। কাঞ্চনার বয়ান অনুযায়ী, তাঁর গাড়ির চাবিও কেড়ে নেওয়া হয়। তা ফেরত চাইলে কখনও কান ধরে ওঠবোস, কখনও আবার নিজের গাড়ির চালককে চড় মারার নির্দেশ দেন মদ্যপরা। যত সময় গড়াতে থাকে, তত তাঁদের হেনস্থা বাড়তে থাকে বলে জানিয়েছেন কাঞ্চনা।

এই বিষয়ে অন্যান্য খবর

মাঝরাতে মদ্যপদের হাতে অভিনেত্রীর শ্লীলতাহানি, বাঁচালেন পুলিশ অফিসার!

ভয়ঙ্কর এই অভিজ্ঞতার জেরে এখনও আতঙ্কিত হয়ে রয়েছেন কাঞ্চনা। তাঁর দাবি, অভিযুক্তদের ছবি তোলার চেষ্টা করলে তাঁর মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে ওই মদ্যপরা। তখন সেখানে দোকানের কয়েকজন কর্মচারী-সহ কয়েকজন থাকলেও কেউ এগিয়ে আসেননি বলেই অভিযোগ কাঞ্চনার। পথচলতি কয়েকজনও সাহায্য করেননি বলে দাবি করেছেন তিনি। বরং তাঁর বয়ান অনুযায়ী, তাঁর হেনস্থার সময়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ। কাঞ্চনার মুখেই শুনুন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *