





‘১০২ নট আউট’ ছবির ঘুমের দৃশ্যের শ্যুটিং চলছিল সেসময়। প্রতিটি ছবিরই প্রতিটি দৃশ্যই নিখুঁতভাবে






করায় বিশ্বাসী বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন। এইমুহূর্তে তিনি ব্যস্তও রয়েছেন বিভিন্ন কাজ নিয়ে।






‘১০২ নট আউট’ এ ছবিতে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন এবং ঋষি কপূর। ছবিতে বিগ বিকে অভিনয় করতে হত ঘুমের দৃশ্যে। কিন্তু অভিনয় করতে গিয়ে শুটিং এ বাস্তবেই ঘুমিয়ে পড়েন অমিতাভ বচ্চন।
ছবির শ্যুটিংয়ে বাস্তবেই ঘুমিয়ে পড়েন অমিতাভ বচ্চন
প্রসঙ্গত, এইমুহূর্তে একইসঙ্গে চলছে অমিতাভের দুটি ছবির শুটিং। ‘১০২ নট আউট’ এবং ‘থাগস অফ হিন্দুস্তান’। কন বনেগা ক্রোড়পতি-র নতুন সিজনের জন্যেও তৈরি হচ্ছেন বিগ বি। এছাড়াও অমিতাভের হাতে রয়েছে বহু বিজ্ঞাপনের কাজও। হয়তো সেইজন্যেই প্রবীণ এই অভিনেতা সেভাবে বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছেন না।
নিজের ব্লগেই আবার লিখেছেন এই ঘুমিয়ে পড়ায় মোটেই লজ্জা পাননি বিগ বি, বরং এটাকে বড় প্রাপ্তি হিসেবে বর্ণনা করেছেন তিনি। নিঃশ্বাস নেওয়া, বেঁচে থাকার মতোই স্বাভাবিক ঘুমিয়ে পড়া।