Home / মিডিয়া নিউজ / পাহাড়ী আদিবাসী শিশুদের পড়াবেন ঊর্মিলা

পাহাড়ী আদিবাসী শিশুদের পড়াবেন ঊর্মিলা

রামু ও নাইক্ষ্যংছড়িতে পাহাড়ী আদিবাসী শিশুদের উন্নত মানের শিক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার

উদ্দেশ্যে একটি স্কুল নিরলসভাবে কাজ করে চলেছে। এই স্কুলের কার্যক্রমের সঙ্গে

জড়িত আছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

এ প্রসঙ্গে তিনি বলেন, খুব শিগগির এই স্কুলে প্রতি মাসে দুই দিন করে ক্লাস নিব।

এই স্কুলের সঙ্গে যারা জড়িত আছেন তারা আমাকে ক্লাস নেয়ার জন্য অনুরোধ করেছেন। আমিও তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের সবার দেশ ও সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য আছে। আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে এগিয়ে এলে আমাদের দেশ আরো বেশি সুন্দর হবে বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, পাহাড়ী আদিবাসী শিশুদের আরো সহযোগিতা করার উদ্দেশ্যে এবং এই স্কুলটির মহৎ কার্যক্রম সবাইকে ব্যাপকভাবে জানানোর লক্ষ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে এই স্কুলের সামগ্রিক কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ করা হবে। এটির তত্ত্বাবধানে রয়েছেন এই মডেল-অভিনেত্রী।

এদিকে বিভিন্ন চ্যানেলে ঊর্মিলা অভিনীত একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। তার হাতে আছে সৈয়দ শাকিলের ‘প্রেম নগর’ ও ‘সোনর শিকল’, ইমতিয়াজ নেয়ামুলের ‘কাগজের ফুল’, সাখাওয়াত মানিকের ‘মেঘে ঢাকা শহর’, এবং জুয়েল মাহমুদের ‘দি পাবলিক’ শিরোনামের ধারাবাহিক নাটকগুলো।

তবে আপাতত নতুন কোনো ধারাবাহিক হাতে নিচ্ছেন না তিনি। ধারাবাহিকে অভিনয় কম করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়ে ধারাবাহিকে মনে মতো গল্প না পাওয়াসহ বেশ কিছু সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই অভিনেত্রী। বর্তমানে সিঙ্গেল নাটকেই ব্যস্ত সময় পার করছেন তিনি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *