Home / মিডিয়া নিউজ / শ্রাবন্তী’র নতুন প্রেমিক অভিরূপ নাগ!

শ্রাবন্তী’র নতুন প্রেমিক অভিরূপ নাগ!

বৃহস্পতিবার শ্রাবন্তী’র বাড়িতে বেশ বড়সড় করেই কালী পূজার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই

হাজির ছিলেন তার প্রেমিক ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী। সেখানেই ক্যামেরায় একসঙ্গে

ধরা পড়লেন তারা। ইতিমধ্যেই তাদের দু’জনের সেই সব ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

নেটপাড়ায় গুঞ্জন, তবে কি ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলি-সুন্দরী? ছবিতে সাদা রঙের নেটের শাড়ি ও হালকা মেকআপে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। অন্যদিকে, কালো পাঞ্জাবি পরে ছিলেন অভিরূপ।

তবে তৃতীয় স্বামীর সঙ্গে এখনো আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়নি শ্রাবন্তীর। ২০২০ সালের অক্টোবর থেকেই আলাদা পথ বেছে নিয়েছেন অভিনেত্রী।

শ্রাবন্তী যে বহুতল ভবনে থাকেন, সেই আরবানারই বাসিন্দা অভিরূপ। টলিপাড়ায় গুঞ্জন চলছে, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেছেন শ্রাবন্তী। একসঙ্গে দেশের বাইরেও না-কী ঘুরতে গিয়েছিলেন তারা।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *