





পুলিশী জিজ্ঞাসাবাদে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট






ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে জেলহেফাজতে নেয়া হয়েছে। ধারণা






করা হচ্ছে নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের অংশ হিসেবে এটা করা হয়েছে। খবর আল জাজিরার।






সারকোজি অনিয়মের অভিযোগ আগেই অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, ২০০৭ সালে নির্বাচনী প্রচারে তিনি নির্ধারিত ব্যয়ের বেশি খরচ করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালাতে দেশটির পুলিশ অনুসন্ধানে নেমেছে।
সারকোজির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, ২০০৭ সালের নির্বাচনী প্রচারের জন্য লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির থেকে টাকা নিয়েছেন।
ফ্রেঞ্চ প্রসিকিউশন দাবি করছে, নির্বাচনে ২৪ মিলিয়ন মার্কিন ডলার খরচের নিয়ম থাকলেও সারকোজি বাইজমালিওন নামক জনসংযোগ ফার্মের নামে ভুয়া বিল ব্যবহার করে অতিরিক্ত টাকা ব্যয় করেছেন।