Home / মিডিয়া নিউজ / পথ খুঁজে পেয়েছেন সামিরা খান মাহি

পথ খুঁজে পেয়েছেন সামিরা খান মাহি

চলতি প্রজন্মের অন্যতম অভিনেত্রী সামিরা খান মাহি। গত ঈদে প্রয়োজন, হাঙর, প্রেম এমনই,প্রেমের

বান,কুরুম্যান, প্রেমে পাগল, নয়া লায়লা নয়া মজনু, অপশনাল বয়ফ্রেন্ড, রিচ কিড,ফেরিওয়ালা,

তবুও ভালোবাসি নাটকগুলো বেশ দর্শকপ্রিয়তা মাহির। বলাই যায়,হাঙর,তবুও ভালোবাসি দু’টি নাটকে

তাঁর অভিনয় আলোচনার তুঙ্গে ছিল। এর আগে সামিরা খান মাহির অভিনীত বেশ কয়েকটি নাটক জনপ্রিয়তা পেয়েছে।তবে এত দিনে এসে নিজের গতিপথ খুঁজে পেয়েছেন কিয়ারা।চিনেছেন নিজেকে।

সম্প্রতি ইউটিউবে অবমুক্ত হয়েছে তাহসান ও মাহির প্রথম নাটক ‘তবুও ভালোবাসি’ নাটকটি গত চারদিনে ১৫ লাখের বেশি মানুষ দেখেছেন।

সামিরা খান মাহির ভাষ্য,‘,এখন তিনি নিজেকে অনেকটাই বোঝেন। প্রথম যখন অভিনয় শুরু করি। তখন আমি কে, কী চাই, কী বলতে চাই—বুঝতাম না। অভিনেত্রী হওয়ার ইচ্ছা শুরু থেকেই ছিল। কিন্তু কী ধরনের চরিত্রে, কী ধরনের গল্পে কাজ করতে চাই, সেটা জানতাম না। এত দিনে এসে সত্যিই পথ খুঁজে পেয়েছি আমি।’

ইদানীং গল্প বাছাইয়ে সতর্ক হয়েছেন মাহি। অনেক বুঝেশুনে হিসাব কষে নির্বাচন করছেন চরিত্র। মাহি বলেন, ‘আমি এখন এমন নাটক করছি।তবে যেটা মানুষকে ভালো বার্তা দেবে, বৃহৎসংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে। যেগুলো দর্শক পরিবার নিয়ে দেখতে পারবেন। এটাই এখন একমাত্র লক্ষ্য আমার।’

সাফল্যের মসৃণ পথে হাঁটলেও মাহি ভুলে যাননি তাঁর অতীত, সংগ্রামের অধ্যায়। শোবিজের জার্নিটা খুব সহজ ছিল না তার জন্য। কারণ অভিনয় জীবনের শুরুর দিকে নানান কটূ কথা শুনতে হয়েছে তাকে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *