Home / মিডিয়া নিউজ / পরিবার নিয়ে সিনেমা দেখার আহ্বান শাকিব খানের

পরিবার নিয়ে সিনেমা দেখার আহ্বান শাকিব খানের

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ভক্ত দেশজুড়ে ছড়িয়ে আছে। শহর থেকে বন্দর, সদর থেকে

গ্রাম- সবখানেই তার পরিচিতি। শুধু দেশ নয়, দেশের বাইরেও অসংখ্য বাঙালি

তার সিনেমার ভক্ত। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে বাংলাদেশিদের একটা বড় অংশ।

অন্যদিকে সিনেমার শুটিং ও ব্যক্তিগত কাজে বহুদিন ধরে তিনি আছেন যুক্তরাষ্ট্রে। আর তাইতো এবারের ঈদুল ফিতর পালন করতে হচ্ছে দেশ থেকে দূরে। তবে দূরে থাকলেও তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা হলগুলোতে।

এ নিয়ে দেশে নানান প্রচরণায় ব্যস্ত সিনেমার নির্মাতা, প্রযোজক ও অভিনশিল্পী ও অন্যরা। আর এই প্রচরণায় সশরীরে না থাকতে পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব একটি পোস্ট দিয়েছেন। পাঠকের জন্য তা হুবহু প্রকাশ হলো।

তিনি লেখেন, ‘বহুদিন ধরে আছি দেশের বাইরে। ঈদও হচ্ছে তাই সবার থেকে দূরে। তবে দূরে থাকলেও আছি ভক্ত–দর্শকদের সঙ্গে ঈদে মুক্তি পাওয়া আমার দুটি সিনেমা নিয়েই। একটি ‘বিদ্রোহী’, অন্যটি ‘গলুই’। দর্শকের ভালোবাসা ও আগ্রহের কারণেই শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বিদ্রোহী’। বিগত বছরগুলোতেও দর্শক আগ্রহের কারণে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে আমার সিনেমাগুলো। আশা করছি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

করোনার এই সংকটে শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির ব্যাপারটি নিঃসন্দেহে ভীষণ ইতিবাচক ও আনন্দের সংবাদ। দর্শক চাহিদা ও ভালোবাসার প্রতি বরাবরের মতোই এবারও আমি কৃতজ্ঞ। সিনেমা হল মালিকদের ধন্যবাদ, তারা দর্শক আগ্রহকে গুরুত্ব দিয়েছেন। করোনার এই সংকট সময়েও প্রযোজকেরা সাহস নিয়ে সিনেমা মুক্তি দিচ্ছেন, যে হল মালিকরা দেখানোর সব ধরনের ব্যবস্থা করেছেন তাদেরও ধন্যবাদ।

ঈদ হোক ‘বিদ্রোহী’, ‘গলুই’ ও মুক্তি প্রতীক্ষিত সব সিনেমাময়। পরিবারের সবাইকে নিয়ে সব সিনেমা দেখার আহ্বান জানাই। সুস্থতা আর নিরাপদে কাটুক প্রত্যেকের ঈদ। উৎসবের প্রতিদিন হোক আনন্দে, পরিবারের সবাইকে নিয়ে। ঈদ মোবারক।

প্রসঙ্গত, গত বছর ১২ নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। এরপর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে নিজের নতুন সিনেমা ‘রাজকুমার’ ঘোষণা দেন। নির্মাণ করবেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। এই সিনেমার ৭০ ভাগ শুটিং হবে লাসভেগাস, লস অ্যালেঞ্জস, নিউইয়র্ক ও হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে। প্রযোজনা করছে শাকিবের নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মস। অন্যদিকে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *