Home / মিডিয়া নিউজ / সিয়ামের বাবা ও স্ত্রী সবচেয়ে বেশি খুশি

সিয়ামের বাবা ও স্ত্রী সবচেয়ে বেশি খুশি

২০১২ সালে ভালোবাসা দিবসে প্রচার হয় সিয়াম আহমেদ অভিনীত নাটক ‘ভালোবাসা ১০১’।

ঠিক তার পরের দিন ১৫ ফেব্রুয়ারি থেকে দর্শকদের কাছে পরিচিতি পান। ঠিক ১০ বছর পর সেই দিনে,

অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি অভিনয়ের জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীত হলেন।

২০২০ সালের সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন এই অভিনেতা। এই স্বীকৃতিতে তাঁর বাবা নাসির উদ্দিন আহমেদ এবং স্ত্রী অবন্তী সবচেয়ে খুশি।

সিয়াম বলেন, ‘আমার পরিবারের জন্য সবচেয়ে বেশি গর্বের দিন। আমাদের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে কাজ শুরু করেছিলাম। সিনেমার কাজের স্বীকৃতি বলতে কিছু ছিল না। শুরু থেকে ছোট ছোট অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে স্বীকৃতি আমার জীবনের বড় একটি পাওয়া। পরিবারের জন্য বেশি ভালো লাগছে। এত দিন ধরে কাজ করে যাচ্ছি। এবার সবাইকে বলার মতো একটি সেরা পেশাগত পরিচয় পেলাম। পুরস্কারের ঘোষণার সঙ্গে সঙ্গেই পরিচালক চয়নিকা চৌধুরীকে ফোন দিয়েছি। পরে আমার পরিবারের সদস্যদের জানিয়েছি। আমার বাবা ও স্ত্রী সবচেয়ে বেশি খুশি।’

সিয়াম সিনেমায় নাম লেখান ২০১৭ সালে। তাঁর প্রথম সিনেমা ছিল ‘পোড়ামন-২’। পরিচালক ছিলেন রায়হান রাফি। সিয়াম বলেন, ‘আমার মতো অল্প দিনের ক্যারিয়ার। প্রথম যখন সিনেমার শুটিং শুরু করি, তখনই ইচ্ছা ছিল জাতীয় পর্যায়ে আমাকে স্বীকৃতি পেতে হবে। কোনো প্রতিযোগিতা করিনি, কাজ করে গেছি। ঠিক ১০ বছর পরে আজ আমার বিশেষ দিন। আমার কাছে মনে হয় এটা আমি এখনো ডিজার্ব করি না। আমার এখনো অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। তবে জুরিবোর্ড ও এর সঙ্গে জড়িত সবার কাছে কৃতজ্ঞতা। তাঁরা কাজের স্বীকৃতি দিয়েছেন। আমার দর্শকদের কাছেও কৃতজ্ঞতা।’

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *