Home / মিডিয়া নিউজ / আমি মানুষ চিনতে ভুল করেছিলাম: বাঁধন

আমি মানুষ চিনতে ভুল করেছিলাম: বাঁধন

বিনোদন প্রতিবেদকঃ আজমেরী হক বাঁধন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ। অভিনয়ে বেশ জনপ্রিয়তা

তার। তবে শেষ দু-তিন মাস তিনি কাজে মনোযোগী হতে পারেননি। ব্যক্তিজীবনের কিছু বিষয় নিয়ে

ঝামেলা চলছিল স্বামীর সঙ্গে। আর তাই কিছুটা মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলেন। স্বামীর সঙ্গে কি বিষয় নিয়ে তার ঝামেলা? বললেন তার বিস্তারিত।

বাঁধন বললেন, আমার ব্যক্তিজীবনের কিছু বিষয় নিয়ে ঝামেলা চলছিল। তাই মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলাম। শেষ দু-তিন মাসে সেটা আরও বেড়েছিল। আমি এত দিন বিষয়টা নিয়ে মুখ খুলিনি, কারণ আমি চাইনি এটা নিয়ে অকারণে জল ঘোলা হোক।

তিনি আরও বললেন, আমি যে আজকের বাঁধন, সেটা তো আমার ভক্তদের সৃষ্টি। আমার যেকোনো বিষয়ই তাঁদের জানার অধিকার আছে। আমার স্বামীর সঙ্গে প্রায় তিন বছর আগে আমার সম্পর্কের অবনতি ঘটে। তবু আমার মেয়ের স্বার্থে মাঝেমধ্যে যোগাযোগ হতো। আমি চেয়েছিলাম আমাদের সম্পর্কের অবনতির কারণে বাচ্চার মানসিক বিকাশ যেন বাধাগ্রস্ত না হয়। কিন্তু তেমনটা হয়নি। উল্টো আমার বিরুদ্ধেই নানা ধরনের মামলা করা হয়েছে। পরে যদিও সেসব মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন আমার মেয়েকে কানাডায় নিয়ে যেতে চায়। এই দেশে নাকি মেয়ের ভবিষ্যৎ নেই। এই দেশে এত বাচ্চা মানুষ হলে আমার মেয়ে কেন পারবে না, বলুন? আসলে আমি মানুষ চিনতে ভুল করেছিলাম।

স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, কিছুদিন আগে পারিবারিক আদালতে মামলা করেছি। সেটা চলছে। আমি এক দিকে মেয়েকে সামলাচ্ছি, মামলা লড়ছি, আরেক দিকে কাজ করার চেষ্টা করছি। আমি আমার দুঃসময়ে কিছু মানুষের কাছে কৃতজ্ঞ। আমার বাবা-মা, দুই ভাই, মেয়ের স্কুলের শিক্ষক, অভিভাবকেরা, আমার সহকর্মী, পরিচালকসহ সংশ্লিষ্ট সবাই আমাকে প্রচুর মানসিক সমর্থন দিয়েছেন। আসলে এ রকম পরিস্থিতে যিনি না পড়বেন তিনি বুঝতে পারবেন না একটা মেয়ে কতটা অসহায় হয়ে পড়ে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *