





বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের এফডিসিতে






প্রবেশ করতে দেওয়া হয়নি। বিষয়টিকে চলচ্চিত্রের ৫০ বছর জীবনের সবচেয়ে লজ্জাজনক ঘটনা বলে মন্তব্য করেছেন নায়ক আলমগীর।






গত ২৮ জানুয়ারির নির্বাচনের পর চলচ্চিত্র সংশ্লিষ্ট ওই ১৭ সংগঠনের সদস্যরা ৩০ জানুয়ারি






এফডিসির এমডির অপসারণ চেয়ে মিছিল, মিটিং ও বিক্ষোভ করে। সংগঠনগুলোর পক্ষ থেকে এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অভিনেতা আলমগীরকে চাওয়া হয়।
এ প্রসঙ্গে আজ সোমবার সন্ধ্যায় আলমগীর এফডিসিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রকে ভালোবাসি। তবে আমি মনে করি এফডিসির এমডি হওয়ার যোগ্যতা আমার নেই।’
এফডিসির গেটে অবস্থান নিয়েছে চলচ্চিত্রের ১৭ সংগঠন।
তিনি আরও বলেন, ‘এই পদে আসতে চাইলে আরও ৬-৭ বছর আগেই হতে পারতাম। এর আগেও তো চলচ্চিত্রের মানুষেরা এফডিসির এমডি হয়েছে। আমি খুব অলস মানুষ, আমাকে দিয়ে এসব হবে না। আমার কোনো ইচ্ছাও নেই।’
আলমগীর বলেন, ‘গত ৫০ বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে আমি জড়িত। একটি সমিতির নির্বাচনের দিন আমার, আমাদের সেই ৫০ বছরের বাড়ি এফডিসিতে একদিনের জন্য আসতে নিষেধ করে দেওয়া হয়েছিল। অনেকেই সেইদিন চেষ্টা করেছে, আমিও চেষ্টা করেছি ভোটের আগের দিন সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু নির্বাচনের দিন তাদের কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।’
‘আমার চলচ্চিত্রের ৫০ বছর জীবনে এমন লজ্জাজনক ঘটনার মুখোমুখি হইনি,’ বলেন তিনি।
তিনি জানান, এসব বিষয় নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করবেন।