Home / মিডিয়া নিউজ / ঐশ্বরিয়া আম: ওজন এক কেজি, খেতেও মিষ্টি!

ঐশ্বরিয়া আম: ওজন এক কেজি, খেতেও মিষ্টি!

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার নামে নিজের উদ্ভাবিত একটি আমের জাতের নামকরণ

করেছেন এক ভক্ত। সেই ভক্তের নাম কলিম উল্লাহ খান। বয়স ৮২ বছর। তিনি ভারতের উত্তর প্রদেশের মালিহাবাদ এলাকার বাসিন্দা।

জানা গেছে, কলিম উল্লাহ খান তার ১২০ বছর বয়সী আমগাছে ৩০০ ভিন্ন জাতের আম উৎপাদন করেছেন।

প্রায় তিন দশক আগে উদ্ভাবিত সেগুলোর মধ্যে একটি জাতের নাম রাখেন ‘ঐশ্বরিয়া’।

কলিম উল্লাহ জানান, তরুণ বয়স থেকেই বিভিন্ন জাতের আম উদ্ভাবন শুরু করেন তিনি। তার উদ্ভাবিত আমগুলোর মধ্যে ঐশ্বরিয়া জাতের আমটি সেরা।

তিনি আরও জানান, আমটি দেখতে ঐশ্বরিয়ার মতোই সুন্দর। এই আমটির বাইরের আবরণ ক্রিমসন বর্ণের। এক একটি আমের ওজন এক কেজির বেশি, খেতেও বেশ মিষ্টি।

শুধু ঐশ্বরিয়া নয়, আরও অনেক তারকার নামেই আমের নামকরণ করেছেন কলিম উল্লাহ। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার প্রমুখ।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *