Home / মিডিয়া নিউজ / দীপিকার এই টি-শার্টের দাম ৮৪ লাখ টাকা

দীপিকার এই টি-শার্টের দাম ৮৪ লাখ টাকা

দীপিকার শরীরে যে পোশাকটি দেখতে পাচ্ছেন তা হয়তো আপনার কাছে মনে হতে পারে

সাধারণ কোনো পোশাক। কিন্তু এর মূল্য জানলে আপনার চোখ কপালে উঠে যাবে।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল জানিয়েছে, এশিয়ার অন্যতম সেরা আবেদনময়ী এই অভিনেত্রী যে টি-শার্টটি পরেছেন,

সেটি বিলাসবহুল ফ্যাশন হাউস লুই ভুইতোঁর। আপনি যদি খুব ধনী হন, তাহলে পোশাকটি দেখে ৫০ হাজার রুপি খরচ করতে মনে চাইতে পারে।

কিন্তু দীপিকার সেই টি-শার্ট আর পায়জামার দাম শুনলে নিশ্চিত আপনার চোখ কপালে উঠবে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পোশাকটির ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী দীপিকার টি-শার্টের দাম ৯০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৮৪ লাখ টাকার বেশি!

অন্যদিকে তিনি যে পায়জামা পরছেন, সেটির দাম ৬ হাজার ৮০০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৩৮ হাজার টাকার বেশি!

প্রসঙ্গত, দীপিকাকে আগামীতে দেখা যাবে সায়েন্স ফিকশন থ্রিলার ‘প্রজেক্ট কে’ সিনেমায়। সিনেমাটিতে তার বিপরীতে আছেন বাহুবলি খ্যাত তারকা প্রভাস। এ ছাড়া আগামী বছরের শুরুতে ‘পাঠান’ সিনেমা মুক্তি পাবে দীপিকার।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *