





বাবা মানে বটবৃক্ষ। তার কঠোর শাসনের আড়ালে লুকিয়ে থাকে কোমল মায়া। যেকোনো পরিস্থিতিতে






সন্তানের নিকট সবচেয়ে নির্ভর করার মতো মানুষ হচ্ছেন বাবা। এই মানুষটির ঋণ পরিশোধের মতো না।






তবুও সন্তানরা নিজেদের ভালোবাসার কথা জানাতে চায় বাবাকে। সেজন্যই বেছে নেওয়া হয়েছে আজকের দিনটি।






আজ (১৯ জুন) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বাবা দিবস’। দিবসটি ছুঁয়ে গেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানকে। বাবা দিবস উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই নায়ক পৃথিবীর সকল বাবাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। নিজের ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘সকল মহান বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা।’
বর্তমানে বাবা-মাকে ছেড়ে এই ঢালিউড সুপারস্টার অবস্থান করছেন সুদূর মার্কিন মুলুকে। বিশেষ এই দিনটিতে বাবার দূরত্ব হয়ত বেশি আবেগী করে তুলেছে এই তারকাকে।
যুক্তরাষ্ট্রে শাকিব ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘রাজকুমার’ নিয়ে। এই ছবিতে তার বিপরীতে চমক হিসেবে থাকছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। শাকিবের প্রযোজনায় ‘রাজকুমার’ চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্বে রয়েছেন হিমেল আশরাফ।