Home / মিডিয়া নিউজ / প্রসেনজিতের পায়ের কাছে ঘুমিয়ে নাক ডাকতেন ঋতুপর্ণা

প্রসেনজিতের পায়ের কাছে ঘুমিয়ে নাক ডাকতেন ঋতুপর্ণা

জমে উঠেছে জিতের উপস্থাপনায় ‘ইস্মার্ট জোড়ি’ টেলিভিশন অনুষ্ঠান। প্রতি পর্বে রিল কিংবা

রিয়েল লাইফের জুটিরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সেখানে ফাঁস করছেন অনেক মজার তথ্য।

সম্প্রতি অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে মঞ্চ মাতিয়েছেন টলিউডের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।

কথায় কথায় ঋতু সম্পর্কে অজানা তথ্য সবার সামনে আনলেন বুম্বা দা।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার শ্যুটিংয়ে সময় ঋতুপর্ণা আরও একটি সিনেমায় কাজ করছিলেন। অপর্ণা সেনের ‘পারমিতার একদিন’। ভোর ৬টা থেকে অপর্ণার ছবির শ্যুটিং সেরে তিনি প্রসেনজিতের সঙ্গে অভিনয় করতে যেতেন। রাত হয়ে যেত। দুই শিফটে টানা অভিনয়। স্বাভাবিকভাবেই নায়িকার শরীরে ততক্ষণে ক্লান্তি নেমে আসত। কিন্তু পেশাদার অভিনেত্রী। শ্যুটিং বাতিলও করতে পারবেন না।

প্রসেনজিৎ বললেন, “তখন ‘চোখ তুলে দেখো না কে এসেছে’ গানের শ্যুটিং চলছে। ঋতু কিছুক্ষণ বাদে গা এলিয়ে, মাথাটা আমার পায়ের কাছে রেখে পোজ দিয়ে প্রায় ঘুমিয়েই পড়ত। আমি না দেখতে পারছি ঋতু ঘুমাচ্ছে। একটা পোজ হয় না, যেখানে হিরোইনরা হিরোর পায়ের কাছে বসে, সেরকম একটি নাচের দৃশ্যে দেখি, ঋতু নাক ডাকছে।’

এতটুকু বলার পরেই হাসতে হাসতে প্রতিবাদ করে উঠলেন ঋতুপর্ণা। প্রসেনজিতকে হালকা ধাক্কা মেরে বললেন, ‘মোটেই না। আমি এরকম কখনও করিনি।’

ছবির শ্যুটিং হয়েছিল ২০০০ সালে। তখন ছবিটি ব্যবসাসফল হয়। এই ছবির ১৪ বছর পর ‘প্রাক্তন’ ছবির শ্যুটিংয়ের সময়ও ঘুমিয়ে পড়েছিলেন ঋতুপর্ণা।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *