Home / মিডিয়া নিউজ / অ্যাঞ্জেলিনা জোলিকেও বুকে জড়িয়ে ধরতে চান না অনন্ত

অ্যাঞ্জেলিনা জোলিকেও বুকে জড়িয়ে ধরতে চান না অনন্ত

অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ— সংলাপটি সবার জানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে

এই সংলাপের ওপর ভর করেই তাকে ছুড়ে দেওয়া হয় একটি প্রশ্ন। তার কাছে জানতে চাওয়া হয়,

‘যদি আপনি হলিউডে মুভি করা সম্ভব করে ফেলেন; সেক্ষেত্রে নায়িকা হিসেবে কাকে নেবেন? অ্যাঞ্জেলিনা জোলি?’

তবে অনন্তর উত্তরটা ছিল অন্যরকম। তিনি কয়েকটি শর্ত সাপেক্ষে জোলিকে নেবেন বলে জানান। তিনি বলেন, ‘অ্যাঞ্জেলিনা জোলি শুধু আমার নয়; সারা পৃথিবীর পছন্দের নায়িকা। যদি গল্প ওই ধরনের হয়। নায়িকাকে বুকে জড়িয়ে ধরতে হবে না বা নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য না থাকে, তাহলে চিন্তা করব।’

এর নেপথ্য কারণ হিসেবে অনন্ত জানান, স্ত্রী বর্ষার প্রতি রয়েছে তার গভীর ভালোবাসা। সেকারণে তাকে ছাড়া কোনো নারীকে বুকে জড়িয়ে ধরতে চান না তিনি। অন্য কোনো অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যেও অংশ নিতে চান না এই প্রযোজক ও অভিনেতা।

এরপর অনন্ত আরও বলেন, ‘আমরা আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে চাই না। তবে আমি যদি করার চেষ্টা করি, আল্লাহতায়ালার দয়ায় সেটা পারব। যেহেতু গোটা বিশ্বে আমার একটা পরিচিতি আছে।’

এবার ঈদে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে অনন্ত-বর্ষা অভিনীত সিনেমা ‘দিন-দ্য ডে’। ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *