





শোনা যাচ্ছে, আরও একটি নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন মিথিলা। এখানে তাকে দেখা যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জীর চরিত্রে।






এমন তথ্য প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম বলেছে, ওপার বাংলার রাজনীতিক মদন মিত্রকে






নিয়ে বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন রাজর্ষি দে। সেখানে মদনের চরিত্রে থাকবেন শ্বাশত চ্যাটার্জী। থাকবে আরও অনেক পরিচিত মুখ। তাদের ভিড়েই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা হয়ে আসবেন মিথিলা।
তবে কামারহাটির বিধায়ক মদন মিত্রের বায়োপিকে নায়িকা কে হবেন তা এখনো জানা যায়নি। এদিকে মিথিলা অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবিটি মুক্তির অপেক্ষায়। এখানে তিনি অভিনয় করেছেন নিরব, মিশা সওদাগর ও নওশাবাদের সঙ্গে।