





ইসলামের প্রতি অনুরাগ দেখিয়ে, ইসলামি পথে চলার ঘোষণা দিয়ে আবারও সিনেমা নির্মাণ






করায় চিত্রনায়ক অনন্ত জলিলে কঠোর সমালোচনা করেছেন মুফতি সালমান ফারসি নামে এক ধর্মীয় বক্তা।






১২০ কোটি টাকা দিয়ে সিনেমা বানানোয় অনন্ত জলিলের তীব্র নিন্দাও জানান তিনি।






তার বক্তব্য সম্বলিত সেই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মুফতি সালমান ফারসি তার বক্তব্যে বলেন, ‘আমাদের দেশের এক নায়ক। নাম অনন্ত জলিল। ১২০ কোটি টাকা দিয়ে সিনেমা তৈরি করতেছেন। বাংলাদেশে চলচ্চিত্র জগতে এতো টাকা দিয়ে চলচ্চিত্র তৈরি করতে পারে নাই।’
তিনি বলেন, ‘অনন্ত জলিল সাহেবকে কিছুদিন আগে দেখেছিলাম দাড়ি, টুপি পাগড়ি দিতেন, জুব্বা পরে ঘুরে বেড়াচ্ছেন। উনার একটা ছেলে, তাকে মাদ্রাসায় পড়াবেন এই মর্মে কথাবার্তা বলতেন। তাবলিগ করতেন। তার এই পরিবর্তন দেখে ভেবেছিলাম উনি ফিরে আসবে। ইসলামের আরও বড় খেদমত করবেন। কিন্তু না উনি আবার চলচ্চিত্রে ফিরে গেছেন। ১২০ কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর দুঃসাহস এর আগে কেউ দেখায় নাই।’
Dhaka Postভিডিওতে দেখা যায় সালমান ফারসি অনন্ত জলিলকে বলছেন, ‘অনন্ত জলিল আপনি অনেক সম্পদের মালিক। এই সম্পদ যদি মনে করেন নিজের ক্ষমতাবলে নিয়ে এসেছেন তাহলে ভুল ভাববেন। সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে এই সম্পদ দিয়েছে। আপনি জুব্বা পরতেন, মাথায় পাগড়ি পরতেন উসামা হুজুরের সঙ্গে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় গিয়েছেন আমরা দেখেছি।’
এই ধর্মীয় বক্তা আর যোগ করেন, ‘দেশে যখন সিনেমা হল বন্ধ হচ্ছে তখন উনি সিনেমা বানিয়ে দেশের সিনেমা হল চালু করতে যাচ্ছেন। একদিন উনি থাকবেন না। কিন্তু উনার করা খারাপ সিন (দৃশ্য) থাকবে। কবরে যখন যাবে তখন এই সিনেমা থেকে যাবে। এই সিনেমা চলবে আর আজাব হতে থাকবে কবরে। শোনেন অনন্ত জলিল সাহেব একদিন আপনার যৌবন চলে যাবে, আপনার স্ত্রীর যৌবন চলে যাবে, আমার যৌবনও থাকবে না। এটা স্থায়ী হবে না। আপনার কাছে এই অনুরোধ ১২০ কোটি দিয়ে ছবি বানানো বন্ধ করুন।’
উল্লেখ্য, ইরান ও বাংলাদেশের যৌথ এই সিনেমার নাম ‘দিন: দ্য ডে’। যদিও জলিল এই সিনেমাকে ১০০ কোটি টাকার সিনেমা হিসেবেই গণমাধ্যমকে বলেছেন। সিনেমাটির ট্রেলারও বেশ প্রশংসিতও হয়। গেল বৃহস্পতিবার দুপুর ৩টা ১৭ মিনিটে নিজের ফেসবুক পেজে সিনেমাটির একটি মোশন পোস্টার শেয়ার করে ক্যাপশনে জলিল লিখেন, ‘দ্য বিগ বস ইজ ব্যাক।’ পোস্টারটি নিয়ে এরইমধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। সিনেমাটির দুর্বল ও মানহীন ভিএফক্সের সমালোচনা করছেন অনেকেই।