Home / মিডিয়া নিউজ / মানুষের জীবন আগে, সিনেমা পরে: সোহানী হোসেন

মানুষের জীবন আগে, সিনেমা পরে: সোহানী হোসেন

গত ৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত টানা একমাস পাবনার রত্নদীপ রিসোর্টে শুটিং সম্পন্ন হয় ঢাকাই

সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের আলোচিত সিনেমা ‘অন্তরাত্মা’র। ওয়াজেদ আলী সুমনের

পরিচালনায় যেখানে প্রথমবারের মতো ঢালিউড ‘কিং খান’ জুটি বাঁধের কলকাতার দর্শনা বণিকের সঙ্গে।

সিনেমাটি নিয়ে শাকিবভক্তরা শুরু থেকেই ছিলেন বেশ উচ্ছ্বসিত। সামাজিকমাধ্যমে প্রকাশিত সিনেমাটির বিভিন্ন লুকে শাকিবকে দেখে বেশ প্রশংসা করেন তার ভক্তরা। শাকিব-দর্শনার প্রথম কেমিস্ট্রিও দেখার অপেক্ষায় ছিলেন তারা।

দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আরও ছিলেন এই সিনেমার প্রযোজক লেখক, সফল উদ্যোক্তা, দেশের নামী শিল্পপতি সোহানী হোসেন। পাঁচ বছর আগে শাকিব খানকে নিয়ে ‘সত্তা’ প্রযোজনা করে চমকে দিয়েছিলেন তিনি। এবারও কোনো কিছুর কমতি না রেখে ঈদে পরিবার নিয়ে দেখার মতো ভরপুর আনন্দের একটি সিনেমা তিনি উপহার দেবেন বলে আশায় ছিলেন সিনেমাপ্রেমীরা। সেই লক্ষ্যে গুণী এই প্রযোজক সব কাজও গুছিয়ে এনেছিলেন। কিন্তু মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়ায় ঈদে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে এই তাকে।

করোনার কারণে আসছে ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে ঢাকা পোস্টকে সোহানী হোসেন বলেন, ‘মানুষের জীবন আগে, সিনেমা পরে। বেঁচে থাকলে আমরা অনেক সিনেমা বানাতে পারব, হলে গিয়ে দেখতে পারব। কিন্তু করোনার কারণে দেশে এখন যে পরিস্থিতি এই সমটায় সবার আগে আমাদের সুস্থ থাকার, বেঁচে থাকার চিন্তা করতে হবে। গত বছরের চেয়ে দেশে করোনা পরিস্থিতি এখন আরও বেশি ভয়াবহ। পাশের দেশ ভারতেও অবস্থা তো খুবই ভয়ংকর। সেখানে প্রতিদিন ৪ লাখের মতো মানুষ আক্রান্ত হচ্ছে। অসংখ্য মানুষ মারা যাচ্ছে। সব মিলিয়ে সিনেমাটি মুক্তি দেওয়া থেকে আমাদের সরে আসতে হয়েছে।’

সোহানী হোসেন বলেন, ‘থিয়েটার, বিয়ের অনুষ্ঠান, সিনেমা হলসহ আনন্দ-বিনোদনের সব মাধ্যম থেকে এখন আমাদের দূরে থাকা উচিত। কারণ আনন্দ-বিনোদন করতে গিয়ে যদি কেউ করোনায় আক্রান্ত হয় কিংবা খারাপ পরিস্থিতে পড়ে এরচেয়ে কষ্টের আর কিছুই হবে না। বরং আমাদের সবারই উচিত এখন এসব এড়িয়ে নিরাপদে থাকা, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা।’

‘সত্তা’ খ্যাত এই প্রযোজকের ভাষায়, ‘আমি কিন্তু ব্যবসা করার জন্য সিনেমা বানাই না। বরং সমাজ এবং মানুষের কল্যাণে আসবে এমন কিছু মেসেজ সবার মাঝে পৌঁছে দিতেই সিনেমা প্রযোজনা করি। সুতরাং আমার কাছে লাভ-লোকসানের কোনো হিসাব নেই। আমার আগের সিনেমাটি মানুষ পছন্দ করার পাশাপাশি ব্যবসা করেছিল। সেটা ছিল আমার জন্য বাড়তি প্রাপ্তি। এবারও যখনই সিনেমাটি মুক্তি পাবে, মানুষ পছন্দ করবে বলে আমার বিশ্বাস। দেশ সেরা নায়ক যে সিনেমায় আছে সেই সিনেমা নিয়ে আসলে চিন্তা করার কোনো দরকার হয় না।’

সোহানী আরও জানান, বর্তমানে ‘অন্তরাত্মা’র যাবতীয় পোস্ট প্রডাকশনের কাজ হচ্ছে ভারতে। শাকিব-দর্শনা ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ প্রমুখ। তরঙ্গ এন্টারটেনমেন্টের ব্যানারে পাবনা, রাজশাহীর বিভিন্ন লোকেশন হয়েছে মৌলিক গল্পের এই সিনেমার শুটিং। সংলাপ রচনা করেছেন ফেরারী ফরহাদ।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *