Home / মিডিয়া নিউজ / সারা জীবন থাকবেন আমাদের হৃদয় জুড়ে: মিম

সারা জীবন থাকবেন আমাদের হৃদয় জুড়ে: মিম

বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র ও ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ’র ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

(৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এই দিনে ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে সালমান শাহ’র

ঝুলন্ত লাশ পাওয়া যায়। এই দিনে সালমান শাহকে স্মরণ করছে গোটা ইন্ডাস্ট্রি ও সিনেমাপ্রেমী অগণিত মানুষ।

অকাল প্রয়াত এই নায়ককে স্মরণ করেছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমও।

সামাজিক মাধ্যমে সালমান শাহকে স্মরণ করে তিনি লেখেন, ‘ঢালিউড আপনাকে সব সময় মিস করবে। সারা জীবন থাকবেন আমাদের হৃদয় জুড়ে।’

পোস্টের সঙ্গে হ্যাট ও চশমা পরা সালমান শাহ’র একটি স্টাইলিশ ছবিও শেয়ার করেন মিমি।

উল্লেখ্য, সালমান শাহর সিনে ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এই সিনেমার আকাশচুম্বী সাফল্য তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। পরবর্তী তিন বছরে তিনি মোট ২৭টি সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘প্রেমযুদ্ধ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আশা ভালোবাসা’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নাই’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘স্বপ্নের নায়ক’ ইত্যাদি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *