





সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভ’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অভিনেত্রী






নাসরিন আক্তার। দেশের প্রথম সারির অনেক নায়কের বিপরীতেও অভিনয় করেছেন তিনি।






পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এখন তাকে সিনেমা অঙ্গনে তেমন দেখা যায় না।






এই অভিনেত্রী বলেন, একদম কাজ নেই। ঘরে থাকতে থাকতে ভুলে যাচ্ছি আমি একজন শিল্পী। দু-এক বছর এইভাবে চললে দেখা যাবে নিজেকে আর শিল্পী হিসেবে উপস্থাপন করতে পারবো না।
নাসরিন আরা বলেন, দেড় বছর আগে ‘আনন্দ অশ্রু’ সিনেমায় অভিনয় করেছি। এরপর আর কাজ করা হয়নি।
আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটান। তবে চলচ্চিত্রের খবর রাখেন নিয়মিত। তিনি মনে করন, সবাই মিলে যদি এগিয়ে আসলে, সবাই সবার জায়গায় সৎ থাকলে আবার ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে।