





সাভারের আলোচিত নাম ডিপজল। অর্থবিত্ত, প্রভাব-প্রতিপত্তির লড়াইয়ে সবসময় ব্যস্ত থাকেন তিনি।






সবাই তাকে গুন্ডা বলেই জানেন। পাশাপাশি একজন নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি।






এমন সময় পুলিশ টাউনে ভাতিজা জয় চৌধুরীর সঙ্গে সংঘর্ষে জড়ালেন ডিপজল।






তবে এসব বাস্তবের কোনো ঘটনা নয়, ‘মানুষ কেন অমানুষ’ চলচ্চিত্রের প্রয়োজনে এমনটা করছেন তারা। গতকাল সাভারের পুলিশ টাউনে দৃশ্যধারণ করা হয় বলে জানান জয় চৌধুরী। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেন মিঠু।
এ সিনেমার গল্পে ডিপজলের সঙ্গে সংঘর্ষের বিষয়টি ব্যাখ্যা করে জয় চৌধুরী বলেন, ‘মানুষ কেন মানুষ’ সিনেমায় আমি একজন ব্যবসায়ী। ডিপজল চাচ্চু একজন গুন্ডার চরিত্রে অভিনয় করছেন। এই নিয়ে আমাদের শত্রুতা তৈরি হয়।
‘মানুষ কেন অমানুষ’ সিনেমাটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ডিপজল, জয় চৌধুরী ও মৌ খানকে। আরো অভিনয় করছেন, বড়দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিম।