চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন। শুধু তাই নয় একমাত্র পুত্র আব্রাম খান জয় ও নিজের জন্মদিনেও কোনো আয়োজন করেননি। মায়ের স্মৃতি আগলে রেখে সামলে উঠেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। আবার কাজে ফেরার প্রস্তুতি নিয়েছেন অপু।
বুধবার থেকে একটানা ১৫ দিনের শুটিংয়ের উদ্দেশে চট্টগ্রামে যাচ্ছেন তিনি। সেখানে সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন অপু। ছবিটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।
শুটিংয়ে ফেরার প্রসঙ্গে অপু বলেন, হঠাৎ মায়ের মৃত্যুতে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। কোনো কিছুই আমার ভালো লাগতো না। সবসময় মায়ের কথা কানে বাজত। ধীরে ধীরে স্বাভাবিক হয়েছি। সবার সঙ্গে কথা বলে নিজেকে একটু হালকা করেছি।
অপু বলেন, মায়ের মৃত্যুর পর সবচেয়ে বেশি মানসিক সাপোর্ট পেয়েছি জয়ের বাবা শাকিব খানের পরিবার থেকে। তারা প্রতিনিয়ত খোঁজ-খবর নিয়েছে। জয়ের সঙ্গে প্রায়ই কথা বলছে এবং দেখা করছে শাকিব। আমারও নিয়মিত খোঁজ খবর নিচ্ছে। এ কারণে সব কিছু দ্রুত সামলে নিতে পেরেছি।
অনুপম কথাচিত্রের প্রযোজনায় ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন নিরব। ছবিটিতে আরো অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠুসহ অনেকে।