





নায়ক সাইমন সাদিক বিয়ে ও দুই সন্তানের কথা গোপন রেখেছিলেন। অবশেষে গতকাল জানালেন তার বিয়ের খবর ও দুই পুত্র সন্তানের কথা।






বিয়ের ৬ বছর পর স্ত্রী ও সন্তানকে নিয়ে প্রকাশ্যে এনে চমকে দিলেন তিনি। সামাজিক






যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নিজের পুত্রের ছবি। জানালেন তার নাম সাদিক মো. সাইয়্যান। ডাক নাম টুকটুক।






বয়স ৪ বছর ৪ মাস। সাইমন বলেন, আমাকে ক্ষমা করবেন ওকে এতো দিন পর আপনাদের সামনে আনার জন্য। এ বিষয়ে জানতে সাইমন সাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফেসবুক স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে বলেন, হ্যাঁ, আমি বিয়ে করেছি। আমার দুই পুত্র সন্তানও আছে। দীর্ঘ ৯ বছর প্রেম করার পর দুই পরিবারের সম্মতিতে ২০১৪ সালে ঢাকার মেয়ে দীপাকে বিয়ে করেন সাইমন।
সাইমন-দীপা দম্পতির রয়েছে দুই ছেলে সন্তান। বড় ছেলের নাম সাদিক মো. সাইয়্যান। তার বয়স চার বছর চার মাস। সে এখন প্রথম শ্রেণিতে পড়াশোনা করেছেন। আর ছোট ছেলের নাম সাদিক মো. সাইয়্যার। তার বয়স পাঁচ মাস।