





দীর্ঘ সময় পর আবারও টিভি বিজ্ঞাপনে কাজ করছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি। জনপ্রিয় নির্মাতা






রেদওয়ান রনির পরিচালনায় নির্মাণাধীন এই বিজ্ঞাপনটি হলো স্কয়ারের ”চাকা বল সাবান” এর।






বিজ্ঞাপনটিতে পপির সাথে মডেল হিসেবে দেখা যাবে আরেক জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজকে।






এ প্রসঙ্গে পপি বললেন,”অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করছি। আরও ভালো লাগছে রিয়াজ ভাইয়ের সঙ্গে এর সাথে অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করলাম। এর আগে ”আশিয়ান সিটি”-এর বিজ্ঞাপনে আমরা দুজনে মডেল হিসেবে কাজ করেছিলাম। আশা করছি বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে।”
এদিকে পপি বুলবুল বিশ্বাস পরিচালিত নতুন ছবি ”কাটপিছ” এ চুক্তিবদ্ধ হয়েছেন। গেলো ১১ সেপ্টেম্বর একটি পোস্টার প্রকাশের মাধ্যমে নির্মাতা বুলবুল বিশ্বাস এই নতুন ছবির নাম ঘোষণা করেন। এছাড়াও সাদেক সিদ্দিকীর নির্দেশনায় পপি ”সাহসী যোদ্ধা” নামের একটি চলচ্চিত্রে আমিন খানের বিপরীতে কাজ করছেন। এ ছবির কাজটি শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া ”কাঠগড়ায় শরৎচন্দ্র” নামের একটি ছবিতে কাজ করছেন তিনি। আরিফুর জামান আরিফের পরিচালনায় এ ছবিতে পপির বিপরীতে ফেরদৌস অভিনয় করছেন।