Home / মিডিয়া নিউজ / নতুন সংসার করতে চান মাহিয়া মাহি

নতুন সংসার করতে চান মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১৬ সালে ভালোবেসে সিলেটের নিবাসী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে

বিয়ের পিড়িতে বসেন তিনি। সংসার আর অভিনয় নিয়েই তার এখন ব্যস্ত সময় কাটে।

কখনো ঢাকায় অবস্থান করছেন, আবার কখনো সিলেটে শ্বশুরবাড়ি পারি জমান এই নায়িকা। তাদের দাম্পত্য জীবন নিয়েও বিভিন্ন সময় গুঞ্জন শোনা যায়।

এদিকে মাহিয়া মাহি নতুন একটি সংসার নিয়ে তার স্বপ্নের কথা জানিয়েছেন। এ অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন—‘চলো না একটা সংসার শুরু করি, নাইবা কিনলাম অনেক দামি সোফা, ডাইনিং টেবিল! ফ্লোরে বসেই না হয় একপ্লেটে দুজন খাব। একদম ঝাল সহ্য করতে না পারা তোমারও আমার হাতের বানানো অসহ্য ঝাল আলু ভর্তা অমৃতের মতো লাগবে সেদিন। তারপর একজনের সমান তোষকে দুজন মোড়ামুড়ি করে শুয়ে পড়ব।’

মাহির এই স্বপ্নের সংসারে ভালোবাসা আর রোমান্সে ভরা। বিষয়টি ব্যাখ্যা করে এ অভিনেত্রী লিখেন—‘আমার ঘুম আসছে না বলে তুমি ঘুমাবে না, আর তোমার ঘুম আসছে না বলে আমিও ঘুমাব না। এরপর ঘুমের আশা ছেড়ে প্রবল উত্তেজনা নিয়ে দুজন বসে পড়ব কাগজ-কলমসহ লিস্ট করতে। আমি লিখব হাড়ি পাতিল, কাঁচা মরিচের হিসাব আর তুমি ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে মিষ্টি আবদার করে বলবে—ছোট্ট একটি লাল টিপ পরে আসো না, তোমাকে লাল টিপে দেখতে খুব ইচ্ছে করছে।’

মাহিয়া মাহির এই পোস্ট মন্তব্য করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। তিনি লিখেছেন, ‘সবই তো কেনা আছে, নতুন করে আর কিছুই কেনা লাগবে কি আপনার? দোয়া রইলো কাল্পনিক সংসার জীবনের জন্য।’

হঠাৎ এমন আবেগ ভরা কথা স্বপ্নময় পৃথিবী এবং নতুন জীবনের কথা কেন লিখেছেন মাহি তা সঠিক জানা যায়নি। তবে জয় চৌধুরীর এই মন্তব্যের উত্তরে মাহি লিখেছেন—‘সবকিছু আবার নতুন করে শুরু হোক।’

বেশ কিছুদিন আগে সময় টিভি তে এক ইন্টারভিউ তে মাহিয়া মাহি বলেন” আমার অপুর সাথে যোগাযোগ নেই,আমাদের সংসার ভেঙেছে”।কিন্তু মজার ব্যাপার হলো আমিই জানি না। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে মনে যখন যায় আসে পোস্ট করি ,কখনো দ্বিধা বোধ করি না কি লিখবো না লিখবো যা ইচ্ছে হয় বলি,কখনো কষ্টের পোস্ট কখনো অপু সাথে ঘুরতে যাওয়া মুহূর্ত আবার কাজের সংক্রান্ত পোস্ট। কিন্তু যখনই আমি অপু সাথে বেশ কিছুদিন ছবি দিয়া অফ করে দিই তখনই মানুষ ভাবে আমাদের হয়তো বিচ্ছেদ হয়েছে।

অনেকে তো কতো রকম নিউজ পোর্টালের,অনেক ছবির কমেন্ট দেখা গেছে,আমার অপুর বিয়ের বিচ্ছদের কথা। মানুষ টিল থেকে তাল বানিয়ে ফেলে।যেখানে আমাদের সব ঠিক আছে। সংসার এমন একটা জায়গা মনোমালিন্য হবেই তাই হবে এত কিছু রটাবে মানুষ! কিছু হলে তো জানতেই পারবেন।এই বলে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *