





তারা সবাই বলিউডের সৌন্দর্যের রানি। লাখো তরুণ ভক্তের স্বপ্নের নায়িকা। তারকা ও অভিনেতা






থেকে শুরু করে হাজারো অবিবাহিত পুরুষ ভক্ত পাগল ছিলেন তাদের জন্য।






কিন্তু তারা মন দিয়েছিলেন এবং বিয়ে করেছেন বিবাহিত পুরুষকে। নিজেদের প্রথম বিয়ে হলেও তারা কেউই






স্বামীর প্রথম স্ত্রী’ নন। বলিউডের এমন কয়েকজন নায়িকাকে নিয়ে আমাদের আজকের আলোচনা।
কারিনা কাপুর ও সাইফ আলি খান: বর্তমান সময়ে বলিউডের আলোচিত তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর। তাদের প্রেমের শুরু ২০০৭ সালে ‘তাসান’ ছবিতে অভিনয়ের সময় থেকে। পাঁচ বছর প্রেম করার পর ২০১২ সালের ১৬ অক্টোবর তারা বিয়ে করেন। সাইফ-কারিনার একমাত্র ছেলে তৈমুর আলি খান। কিন্তু সাইফ কারিনা ঘর জুরে আসছে নতুন সদস্য অর্থাৎ আবারো মা হচ্ছেন কারিনা কাপুর খান
সাইফের প্রথম স্ত্রী’ অভিনেত্রী অমৃতা সিং। ১৩ বছর সংসার করার পর ২০০৪ সালে বয়সে ১৩ বছরের বড় অমৃতার সঙ্গে বিচ্ছেদ ঘটান সাইফ। সাইফ-অমৃতার সংসারে জন্ম হয়েছিল বর্তমানের বলিউড নায়িকা সারা আলি খান ও ছেলে ইব্রাহিম আলি খানের।
বিদ্যা বালান ও সিদ্ধার্থ রাই কাপুর: বলিউডের ‘দ্য ডার্টি পিকচার’ তারকা বিদ্যা বালান ইটিভির ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে টানা দুই বছর প্রেম করেন। মিডিয়ায় তাদের প্রেমের বিষয়টি ওপেন সিক্রেট থাকলেও বিয়ের আগের দিন পর্যন্ত তা স্বীকার করেননি। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২০১২ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন বিদ্যা ও সিদ্ধার্থ। বিদ্যার স্বামীও আগে একটি বিয়ে করেছেন।
রানি মুখার্জী ও আদিত্য চোপড়া: বিভিন্ন সময়ে রানি মুখার্জীর সঙ্গে গোবিন্দ, আমির খান, অ’ভিষেক বচ্চন ও আদিত্য চোপড়ার প্রেমের গুঞ্জন ছ’ড়িয়েছে। শেষ পর্যন্ত বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস-এর চেয়ারম্যান প্রযোজক আদিত্য চোপড়ার গলায় মালা পরান রানি মুখার্জী। ২০১৪ সালে তাদের বিয়ে হয়। আদিত্যের প্রথম স্ত্রী’ ছিলেন পায়েল খান্না। ২০০৯ সালে তাদের ডিভোর্স হয়।
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা: নব্বইয়ের দশকে শিল্পা শেঠির সঙ্গে অক্ষয় কুমারের প্রেম ছিল সবচেয়ে বেশি আ’লোচিত। কিন্তু শিল্পাকে ছেড়ে ২০০১ সালে অক্ষয় বিয়ে করে ফেলে ন অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে। ‘চুরাকে দিল মেরা’ খ্যাত অভিনেত্রী শিল্পা অবশেষে ২০০৯ সালে ব্রিটিশ ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে গাঁটছড়া বাধেন। শিল্পাকে বিয়ে করার জন্য প্রথম স্ত্রী’ কবিতাকে তালাক দেন রাজ। শিল্পা ও রাজে’র সংসারে এক ছেলে ও মেয়ে রয়েছে।
বনি কাপুর ও শ্রীদেবী: মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রীদেবীর বিতর্কিত প্রেম কাহিনির কথা এখনও কান পাতলে শোনা যায় বলিউডের অন্দরে। মিঠুন তার স্ত্রী’ যোগিতা বালীকে ফাঁকি দিয়ে শ্রীদেবীকে ঘরে তুলতে পারেননি। তাই ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। তাদের দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।
এর আগে মোনা শুরীকে বিয়ে করেছিলেন বনি কাপুর। ১৯৯৩ সালে তার প্রথম স্ত্রী’ মোনার স’ঙ্গে আট বছরের সংসার ভেঙে দেন বনি। সেই সংসারে জন্ম হয়েছিল অভিনেতা অর্জুন কাপুরের।
কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর: নব্বইয়ের দশকে পর্দা কাঁপানো আরেক নায়িকা কারিনা কাপুরের বোন কারিশমা কাপুর। অমিতাভ বচ্চনের ছেলে অ’ভিষেক বচ্চনের সঙ্গে আংটি বদলও হয়েছিল তার। শেষ পর্যন্ত সে সস্পর্ক ভেঙে যায়। ২০০৩ সালে কারিশমা বিয়ে করেন শিল্পপতি সঞ্জয় কাপুরকে। বিয়ের কয়েক বছর পরেই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অবশেষে ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে তারা আলাদা হয়ে যান। সঞ্জয় প্রথম বিয়ে করেছিলেন ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানিকে।