Home / মিডিয়া নিউজ / বিয়ের আগেই মা হয়েছিলেন নীনা গুপ্তা!

বিয়ের আগেই মা হয়েছিলেন নীনা গুপ্তা!

নীনা গুপ্তা এক সময় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলন।

সেই সম্পর্কের প্রথমে ভিভ রিচার্ডসের সঙ্গে ডেট করতে শুরু করেন তিনি। এরপর তার সঙ্গে রাতেও

বেশি করে সময় কাটাতে শুরু করেন। এসবের মাঝে তিনি বিয়ের দাবি করেন। নতুন সম্পর্কে জড়িয়ে

ভিভ রিচার্ডস প্রথমে কিছু বুঝতে পারেননি। বারবার বলা সত্ত্বেও তিনি তার প্রথম পক্ষের স্ত্রীর কাছ থেকে বিচ্ছেদ নিতে পারেননি।

ফলে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ক্রমশ ওই ব্যক্তি নীনার সঙ্গে জড়িয়ে পড়তে শুরু করেন। কিন্তু নীনার সঙ্গে জড়়িয়েও শেষ পর্যন্ত তাকে বিয়ে করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা। কিন্তু ভিভের ঘরণী হননি তিনি। মেয়ে সন্তান জন্ম দেন নাম রাখেন মাসাবা।

মেয়ে জন্মের পর তাকে পিতৃত্বের স্বীকৃতি দিলেও, কোনওভাবেই স্ত্রী হিসেবে আমাকে স্বীকৃতি দিতে পারেননি তিনি। সেই কারণেই বিবাহিত কোনও ব্যাক্তির সঙ্গে যাতে কেউ কোনও সম্পর্কে না জড়ান, সে বিষয়ে বারবার সাবধান করে দিতে শুরু করেন নীনা গুপ্তা। মেয়ে মাসাবার জন্মের পর নীনার বাবাই নাতনিকে বড় করে তোলার দায়িত্ব নেন। মাসাবাকে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই বড় করে তোলেন নীনা গুপ্তা।

নীনা গুপ্তা একজন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং পরিচালক-নির্মাতা। ‘ওহ চকরি’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা সহঃ অভিনেত্রী বিভাগে ১৯৯৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ভারতীয় বাণিজ্যধর্মী চলচ্চিত্রে জনপ্রিয়তা পেলেও অরবিন্দন ও শ্যাম বেনেগালের ন্যায় শিল্পধর্মী চলচ্চিত্র নির্মাণেও যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছেন তিনি। ১৯৮০-এর দশকে সাবেক বিখ্যাত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডসের সাথে সংক্ষিপ্তকালের জন্য গভীর ভালোবাসার সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলেন তিনি।

এছাড়াও আলক নাথ ও শারং দেবের সাথেও তার সম্পর্কে জড়ানোর কথা জানা যায়। ২০০৮ সালে ১৫ জুলাই তারিখে নতুন দিল্লিভিত্তিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও পিডব্লিউসি ইন্ডিয়ার অংশীদার বিবেক মেহরার সাথে যুক্তরাষ্ট্রে গোপনীয়ভাবে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার মেয়ে মাসাবা গুপ্তা একজন ফ্যাশন ডিজাইনার। সম্প্রতি তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে আলছনায় আসেন যেমন; বাধাই হও, সুভমাঙ্গাল সাবধান, সুভমাঙ্গাল যায়দা সাবধান, পাঙ্গাসহ অনেক।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *