





ক্লোজআপ ওয়ান দিয়ে গানের পথে যাত্রা শুরু সানিয়া সুলতানা লিজার। চ্যাম্পিয়ন হবার পর থেকেই






নিয়মিত কাজ করে যাচ্ছেন সংগীত জগতে। তার করা গান গুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে শ্রোতাদের কাছে।






নির্বাচনের পর থেকে আবার স্বাভাবিক গতিতে শো আয়োজন চলছে।গত কিছুদিনে বেশ কয়েকটি নতুন গানে






কন্ঠ দিয়েছি। গান গুলো একেকটি একেক ধাচের।সব মিলিয়ে কেমন যাচ্ছে গান নিয়ে লিজার ব্যস্ততা? এ বিষয়ে লিজা বলেন, ‘এরইমধ্যে টানা শোতে অংশ নেয়া হয়েছে আমার। সব শো এর সাড়াই ভালো পাচ্ছি। আর আমি সরাসরি গান শোনাতে ভালোবাসি। কারণ সরাসরি সাড়া পাওয়া যায় শ্রোতাদের’।
তার করা গান প্রসঙ্গে বলেন,’গানগুলো সামনে নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে। আমি নিজ উদ্যোগেও একটি গান করে রেখেছি। এর মিউজিক ভিডিওর কাজ করবো সামনে। এখানে আমিই পারফর্ম করবো বরাবরের মতো। আমার বিশ্বাস খুব ভালো কিছু হবে। আর আরও কয়েকটি নতুন গানে সামনে কন্ঠ দেয়ার কথা রয়েছে। আমি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। বিভিন্ন ধরনের গান করতে চাই। গতানুগতিক গান করতে চাই না।’
বর্তমানে মিউজিক ইন্ড্রাস্ট্রির অবস্থা নিয়ে তিনি বলেন,এখন ইন্ড্রাস্ট্রিতে যে যার মতো করে গান প্রকাশ করতে পারছে। ইউটিউব যেহুতু এখন ওপেন প্ল্যাটফর্ম, তাই শিল্পীদের স্বাধীনতাটা এখন বেশি। কারণ নিজের ইচ্ছেমতো যে যার মতো করে গুছিয়ে গান প্রকাশ করতে পারছে। যদিও এর কিছু নেতিবাচক দিকও আছে। তারপরও আমার মনে হয় ডিজিটালি গান প্রকাশে আমরা আরও অভ্যস্ত হলে ইন্ডাস্ট্রির অবস্থা আরও ভালোর দিকে যাবে।