





সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ‘গাঙচিল’






সিনেমাটি।ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।এতে অভিনয় করবেন চিত্রনায়ক






ফেরদৌস ও নায়িকা পূর্নিমা । ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমা এনজিওকর্মী আর ফেরদৌস সাংবাদিক






চরিত্রে অভিনয় করবেন। পূর্ণিমার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য তাকে স্কুটি চালাতে হবে।কিন্তুু নায়িকা তো এতে পারদর্শী নয়।
এজন্যই চিত্রনায়িকা পূর্ণিমার স্কুটি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ফেরদৌস।ঢাকার ফ্লাইং ক্লাবের পাশের একটি রাস্তায় শুক্রবার বিকালে পূর্ণিমাকে স্কুটি চালানোয় সহযোগিতা করছেন বলে জানান চিত্রনায়ক ফেরদৌস।এ বিষয়ে ফেরদৌস বলেন,কাল থেকে একটানা ১০ দিন কাজটি করতে হবে। ‘গাঙচিল’ ছবিতে অভিনয়ের জন্য পূর্ণিমাকে স্কুটি চালানো জানতে হবে।
ছবির শুটিং শুরুর আগে সহশিল্পী পূর্ণিমাকে চরিত্রের উপযোগী করে তোলার কাজে সহযোগিতা করছি।পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন,নোয়াখালীর চরাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট, হাসি-আনন্দের গল্প এই সিনেমায় দেখা যাবে।পূর্নিমাকে স্কুটি চালাতে ফেরদৌস এর এ সহযোগীতাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। ‘গাঙচিল’ ছবিটির শুটিং আগামী ডিসেম্বর থেকে শুরু হবে।