Home / মিডিয়া নিউজ / আবার তুই!!!!

আবার তুই!!!!

গান দিয়েই খ্যাতি অর্জন হাবিব ওয়াহিদের।তবে গানের পাশাপাশি মডেল হিসেবেও দেখা গেছে তাকে।

এবারই প্রথম কোন স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করলেন এ জনপ্রিয় সংগীতশিল্পী।ঈদে গানচিল মিউজিকের

প্রযোজনায় তৈরি করা হয়েছে বিশেষ মিউজিক্যাল শর্টফিল্ম “আবার তুই”। গানটির সুরকার ও গীতিকার হাবিব ওয়াহিদ নিজেই।”

আবার তুই” গানটির কথা লিখেছেন রন্জু রেজা। ইতিমধ্যে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি অবমুক্ত করা হয়েছে।এতে হাবিব ওয়াহিদের বিপরীতে অভিনয় করেছে আয়শা মারজানা।22 মিনিটের এ শর্টফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ইন্দোনেশিয়ার বালিতে মনোরম লোকেশনে এ শর্টফিল্মটির দৃশ্যধারন করা হয়।এ প্রসঙ্গে হাবিব জানান,প্রথমবারের মতো শর্টফিল্মে অভিনয় করেছি,”এটা আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা।গল্পটি আমার খুব ভালো লেগে যায় যার ফলে অভিনয় করতে রাজি হই।আশা করি দর্শকের ভালো লাগবে।”

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *