





গান দিয়েই খ্যাতি অর্জন হাবিব ওয়াহিদের।তবে গানের পাশাপাশি মডেল হিসেবেও দেখা গেছে তাকে।






এবারই প্রথম কোন স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করলেন এ জনপ্রিয় সংগীতশিল্পী।ঈদে গানচিল মিউজিকের






প্রযোজনায় তৈরি করা হয়েছে বিশেষ মিউজিক্যাল শর্টফিল্ম “আবার তুই”। গানটির সুরকার ও গীতিকার হাবিব ওয়াহিদ নিজেই।”
আবার তুই” গানটির কথা লিখেছেন রন্জু রেজা। ইতিমধ্যে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি অবমুক্ত করা হয়েছে।এতে হাবিব ওয়াহিদের বিপরীতে অভিনয় করেছে আয়শা মারজানা।22 মিনিটের এ শর্টফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ইন্দোনেশিয়ার বালিতে মনোরম লোকেশনে এ শর্টফিল্মটির দৃশ্যধারন করা হয়।এ প্রসঙ্গে হাবিব জানান,প্রথমবারের মতো শর্টফিল্মে অভিনয় করেছি,”এটা আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা।গল্পটি আমার খুব ভালো লেগে যায় যার ফলে অভিনয় করতে রাজি হই।আশা করি দর্শকের ভালো লাগবে।”