





পছন্দ না হওয়া সত্বেও ভালোবাসার কারনেই অন্যা ও জনির দুজনেরই রিকশায় চড়তে ভালো লাগে।






ধীরে ধীরে তাতেই অভ্যস্থ হয় দুজন।তবে প্রতিদিন রিকশায় করে অফিস যাওয়ার কারনে দেরি হয় জনির।






ফলে বসের রাগান্বিত চেহারা দেখতে হয় তার।তিন বছর থেকে এভাবেই চলছে।






জনির এ আলসেমির কারনে চাকরিতে প্রমোশন ও নেই।তবে এসবে সে তেমন গুরুত্ব ও দেয়না।
এদিকে এমন অলস ছেলের সাথে কোনোভাবেই মেয়েকে বিয়ে দিতে রাজি নয় অন্যার বাবা।কিন্তু অন্যাও ভীষন একরোখা।বাবার সাথে বাজি ধরেছে এই ছেলেকেই বিয়ে করবে এবং অলসতা থেকে ফিরিয়ে আনবে।
এমনই এক মজার প্রেমের গল্প অবলম্বনে তৈরি হয়েছে নাটক “রিকশায় কোনো রিস্ক নেই”।এতে অভিনয় করেছে নাঈম ও সাবিলা নূর।নাটকটির নির্মাতা হাবিব শাকিল।তিনি জানান,নাটকটি ঈদে এনটিভিতে প্রচারিত হবে।
শিবরাম চক্রবর্তীর” রিকশায় কোনো রিস্ক নেই” গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মান করা হয়েছে।