





ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়






চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি






পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মেহজাবিনকে।






এত বছর নাটকে জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। বেড়েছে ভক্তের সংখ্যা। সে সব ভক্তদের জন্য সুখবর জানিয়েছেন মেহজাবিন। আজ বৃহস্পতিবার রাত ৮টায় যেকোনো বাংলালিংক নাম্বার থেকে ২২২৮৮ নাম্বারে কল করলেই তার সঙ্গে।
এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় মেহজাবিন বলেন, ‘দর্শকদের সঙ্গে গল্প করার জন্য দারুণ একটা সুযোগ পেয়েছি। আজ ঠিক রাত ৮টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে, থাকবো শুধুমাত্র দর্শকদের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি, আপনারা রেডি তো? আমি থাকবো শুধু আপনাদের অপেক্ষায়।’
প্রিয় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দর্শকদের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।