Home / মিডিয়া নিউজ / সাপ দেখিয়ে মোদীসহ ভারতীয়দের হুমকি পাক অভিনেত্রীর

সাপ দেখিয়ে মোদীসহ ভারতীয়দের হুমকি পাক অভিনেত্রীর

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়ে যায়। কাশ্মীর থেকে

৩৭০ ধারা কেন বিলোপ করা হয়েছে। এবার তা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানি অভিনেত্রী রবি পিরজাদা।

সাপ এবং কুমির নিয়ে ভারতীয়দের উপর আক্রমণের হুমকি দিলেন রবি।

কাশ্মীর থেকে কেনো ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে? সাপ এবং কুমিরগুলোকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য উপহার পাঠাবেন বলেও হুমকি দেন পাকিস্তানের এই গায়িকা অভিনেত্রী। পাশাপাশি কাশ্মীরকে তারা কিছুতেই ছিনিয়ে নিতে দেবেন না বলেও ভারতীয়দের সাবধান করে দেন এই অভিনেত্রী।

পাক অভিনেত্রী বলেন, ভারতের সীমান্তে গিয়ে এই সাপ এবং কুমিরগুলো তিনি ছেড়ে দিয়ে আসবেন। ভারতীয়রা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন সে বিষয়েও আলটপকা মন্তব্য করেন রবি পীরজাদা। ভারতীয়রা যাতে এবার নরকে যাওয়ার জন্য তৈরি হয়ে যান। সেই কথাও ভিডিওতে বলতে শোনা যায় রবি পীরজাদাকে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *