





উপস্থাপনাতেই বেশি ব্যস্ত সময় পার করছেন ফারহানা নিশো। সংবাদ পাঠিকা হিসেবে সবচেয়ে বেশি






জনপ্রিয় ছিলেন তিনি। বর্তমানে উপস্থাপনার পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘মিডিয়াবেল লিমিটেড’






নিয়েই ব্যস্ত আছেন তিনি। মিডিয়াতে পথ চলার দুই দশকে পা দিয়েছেন ফারহানা নিশো। ১৯৯৯ সালে একুশে টিভির






‘ক্লোজআপ ই-জোন’-এর ফ্রেশ লুক উইনার হয়েছিলেন তিনি। পরবর্তীতে একজন সংবাদ পাঠিকা হিসেবে ফেরদৌস
প্রযোজিত ‘এক কাপ চা’তে অভিনয় করেন। একটি নাটক এবং একটি সিনেমা ছাড়া অভিনয়ে আর কখনওই পাওয়া যায়নি নিশোকে। দুই দশকের মিডিয়া জীবনের অর্জন প্রসঙ্গে নিশো বলেন, ‘আমার কাজের ক্ষেত্রটিতে সবার সঙ্গে সুন্দর সম্পর্কের সৃষ্টি হয়েছে, এটাই আমার অনেক বড় অর্জন। আমি স্বপ্ন দেখি সবাইকে নিয়ে ভালো থাকার।’ এদিকে আজ ফারহানা নিশোর জন্মদিন। ‘মিডিয়াবেল লিমিটেড’ নিয়ে নিজের স্বপ্নকে পূরণ করতে পারেন এটাই তার প্রত্যাশা।