Home / মিডিয়া নিউজ / ‘ভূত’ হয়ে আসছেন মেহজাবীন!

‘ভূত’ হয়ে আসছেন মেহজাবীন!

মিষ্টি চেহারা, মায়াবী চাহনি আর দক্ষ অভিনয়ের সমন্বয় মেহজাবীন চৌধুরী। প্রতিভার সাক্ষর রেখে

নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টিভি নাটকের শীর্ষ অভিনেত্রী হিসেবে। তাই সারা বছরই কাজের ব্যস্ততায় ডুবে থাকতে হয় তাকে।

ঈদ উপলক্ষে ব্যস্ততার পাল্লা অনেকখানি ভারি হয়। কাজেও থাকে ভিন্নতা। তবে এবারের ঈদে

একেবারে ব্যতিক্রম অবতারে হাজির হচ্ছেন মেহজাবীন। ভূত হয়ে আসছেন তিনি। ভয় ধরাবেন দর্শক হৃদয়ে।

টেলিফিল্মের নাম ‘চম্পা হাউজ’। এটি নির্মাণ করেছেন হালের সফলতম নির্মাতা ভিকি জাহেদ। সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে এর ট্রেলার। সেখানেই চমকে দিয়েছেন মেহু।

একটি বাড়িকে ঘিরে টেলিফিল্মটির গল্প এগিয়েছে। যেখানে অশরীরী আত্মা হয়ে ঘুরে বেড়ান মেহজাবীন। নানান ভৌতিক কাণ্ডে অবাক হন বাড়িতে ওঠা নতুন বাসিন্দারা। ট্রেলারে ভূতরূপী মেহজাবীনকেও দেখা গেছে।

ট্রেলারটি শেয়ার করে মেহজাবীন লিখেছেন, ‘এই ঈদে ভৌতিক গল্প কেন বাদ যাবে?’

টেলিফিল্মের দৃশ্যে আফরান নিশো

‘চম্পা হাউজ’-এ আরও আছেন আফরান নিশো। তিনি আবার ভূতপ্রেতে বিশ্বাস করেন না। তার মতে, পৃথিবীতে এমন কিছু নেই, যেটাকে বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা যায় না। কিন্তু চম্পা হাউজে এসে তিনি নিজেও হতবাক হয়ে যান।

টেলিফিল্মটির গল্প লিখেছেন নাজিম উদ দৌলা। চিত্রনাট্য সাজিয়েছেন ভিকি জাহেদ। এতে মেহজাবীন ও আফরান নিশোর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ। আসন্ন ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে এটি প্রচার হবে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *