





চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরী সদস্যপদে নির্বাচন করে হেরে






গেছেন বাপ্পারাজ। পরাজয়ের বিষয়ে একসময়ের জনপ্রিয় এ অভিনেতার বক্তব্য, ‘আমি তো মাঠে






খেলিই নাই, হারলেই কী, জিতলেই কী। মাঠে নেমে যদি আমি খেলতাম, তবেই না হার-জিতের কথা ছিল।’
স্বাক্ষর নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমার নির্বাচনে আগ্রহ নেই। আমি কারও কাছে ভোটও চাইনি। এমনকি আমি আমার নিজের ভোটটিও দিতে যাইনি। তবে এবার যে ১১৭ ভোট পেয়েছি, তা নিঃস্বার্থভাবেই পেয়েছি।’