Home / মিডিয়া নিউজ / যেকোনো সময় শুভ কাজটা হয়ে যেতে পারে: হুমায়রা হিমু

যেকোনো সময় শুভ কাজটা হয়ে যেতে পারে: হুমায়রা হিমু

একটা সময় প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম ছিলেন হুমায়রা হিমু। বিটিভিসহ বেসরকারি চ্যানেলের বিভিন্ন নাটকের নিয়মিত মুখ ছিলেন।

কাজ কমিয়ে দিলেও এখনো ছোট পর্দায় জনপ্রিয় তিনি। অভিনয়ের ব্যস্ত জীবনের মায়াজালে আটকে থেকে বয়স ৩৬ হয়ে গেছে। কিন্তু বিয়ে করেননি।

এবার জীবনের এই দ্বিতীয় ইনিংস শুরু করতে চাইছেন হিমু। শিগগিরই বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু তার আগে পেতে হবে পাত্র। সেই পাত্রের খোঁজে নেমে পড়েছেন তিনি। পরিবারের সদস্যরাও পাত্র দেখা শুরু করেছেন।

গণমাধ্যমের কাছে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তিনি বলেছেন, ‘বিয়ের জন্য পাত্র খুঁজছি। আমি পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করব। তাই পরিবার থেকে পাত্র দেখা হচ্ছে। এ নিয়ে লুকোচুরির কিছু নেই। এ বছরের যে কোনো সময় শুভ কাজটা হয়ে যেতে পারে।’

নিজের অভিনয় ক্যারিয়ার প্রসঙ্গে হুমায়রা হিমু জানান, অভিনয়টা চালিয়ে যাবেন। একটু আক্ষেপের সুরে বলেন, ‘যতদিন কাজ করতে পারব ততদিন সবাই খবর রাখবে। এরপর বেশিরভাগ মানুষই ভুলে যাবে। তবে কিংবদন্তিদের বিষয়টি আলাদা।’

শোবিজের পারস্পরিক সম্পর্ক এখন আর আগের মতো নেই বলে মন্তব্য করেন ছোট পর্দার এই তারকা।

বলেন, ‘এখানে কেউ কেউ রাতারাতি তারকা হয়ে যাচ্ছেন, আবার অনেকে কাজ না করেও নিজেকে শিল্পী পরিচয় দিচ্ছেন। যার কারণে প্রকৃত শিল্পীদের সম্মান নষ্ট হচ্ছে।’বর্তমানে বেশ কিছু নাটকের সঙ্গে যুক্ত রয়েছেন হুমায়রা হিমু। ‘চাপাবাজ’, ‘বউ বিরোধ’, ‘গোলমাল’, ‘নানা রঙের মানুষ’ নামের নাটকে কাজ করছেন তিনি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *