Home / মিডিয়া নিউজ / পরিমনির পঞ্চম বিয়ে হলেও রাজের ছিলো এটা প্রথমবারের বিয়ে

পরিমনির পঞ্চম বিয়ে হলেও রাজের ছিলো এটা প্রথমবারের বিয়ে

২০২২ সালে ঢালিউডের জন্য সবচেয়ে অবাক করা খবর ছিলো পরিমনি ও রাজের বিয়ের গুঞ্জন ।

পরবর্তীতে গুঞ্জনকে সত্য বলে জানিয়েছেন পরি-রাজ দুইজনই । তখন আনুষ্ঠানিকভাবে কোনো

আয়োজন করা নাহলেও, গত শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন ঢাকাই

সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে নায়ক-নায়িকার এই বিয়ে ।

পরীমণি ও রাজের বিয়ের দেনমোহর ধরা হয়েছে মাত্র ১০১ টাকা। দেনমোহর প্রসঙ্গে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম জানান , ‘পরীমণি ও রাজের বিয়ের দেনমোহর কত হবে তা নিয়ে দুই পরিবারের মধ্যে কথা হচ্ছিল। দুই পক্ষের কেউ আসলে দেনমোহরের চাপে থাকতে চায়নি। কনেই (পরীমণি) সিদ্ধান্ত নিয়ে জানান তার বিয়ের দেনমোহর হবে ১০১ টাকা। শেষ পর্যন্ত ১০১ টাকাতেই সবাই সম্মতি দেন।’

গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। এরইমধ্যে অন্তঃসত্ত্বা হন পরী। এরপর গত ১০ জানুয়ারি একসঙ্গে জোড়া সুখবর দেন তারা। ইতোমধ্যে অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমণি। তিনি জানিয়েছেন, মেয়ে হলে তার নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম রাখবেন রাজ্য।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *