Home / মিডিয়া নিউজ / সাকিবের নায়িকা হতে আগ্রহী পরীমনি

সাকিবের নায়িকা হতে আগ্রহী পরীমনি

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যান শোবিজ জগতের সেলিব্রেটি পরীমনি।

এদিন তিনি আগ্রহ প্রকাশ করে বলেন, যদি কখনো সাকিব আল হাসানের জীবন নিয়ে সিনেমা তৈরি হয় সেই সিনেমার নায়িকা হতে আগ্রহী আছেন পরীমনি।

বৃহস্পতিবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ চলাকালীন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে গিয়ে

পরীমনি বলেন, সাকিবের জীবন নিয়ে সিনেমা আগে কেউ তৈরি করুক। এরপর কোনো পরিচালক যদি আমাকে নিতে চান, তাহলে অবশ্যই কাজ করব।

তিনি আরও বলেন, আমার ইচ্ছা আছে। তবে ইচ্ছা থাকলে তো আসলে হবে না। ব্যাটে বলে মিলতে হবে খেলার মতো।

স্বামী শরীফুল রাজের সঙ্গে পরীমনি ক্রিকেট মাঠে গিয়ে ফুটবলের প্রতি নিজের দুর্বলতার কথা জানিয়ে বলেন, আমি মূলত ফুটবলের ভক্ত। ক্রিকেট নিয়ে এত ধারণা নাই। তবে আমাদের বাসার লোকজন খুবই ক্রিকেট পাগল। আমিও ক্রিকেট পছন্দ করি না তা নয়, কিন্তু আয়োজন করে খেলাটা দেখা হয় না।

মাঠে বসে প্রথম খেলা দেখার কথা জানিয়ে পরীমনি বলেন, আমি আসলে জীবনে প্রথমবার মাঠে আসলাম। কাল রাতে যখন শুনলাম আমি মাঠে যাব, মানুষের ঈদে যেমন খুশি লাগে আমার তেমন খুশি লাগছিল। মাঠে এসে অনেক রোমাঞ্চিত অনুভব করছি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *