Home / মিডিয়া নিউজ / গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? প্রশ্ন ভাবনার

গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? প্রশ্ন ভাবনার

শারীরিক গড়ন নিয়ে নেটিজেনদের অহেতুক মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা।

ভাবনা একাধারে নৃত্যশিল্পী এবং মডেল হিসেবেও কাজ করে থাকেন। তিন মাধ্যমেই নিয়মিত দেখা যায় তাকে।

ভাবনা বলছেন, ‘সবার দেখতে একই রকম হওয়ার দরকার কী? কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? মানুষকে জাজ করা বন্ধ করুন।

গতকাল মঙ্গলবার (২১ জুন) নিজের ফেসবুক পেজে মেকআপ ছাড়া একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এসব কথা লেখেন ভাবনা। তিনি লেখেন, ‘মাঝে মাঝে এমন হয়, নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলি। কারণ আশপাশের মানুষ, নাকটা একটু সোজা করতে হবে, ডাবল চিন ঠিক করতে হবে, আইব্রো এত নিচে নামানো, উঁচু করে ফেলতে হবে, ঠোঁট মোটা করতে হবে। আরো কত কী, হ্যাঁ সবারই ইচ্ছা করে তাকে ভালো দেখাক, তবে মানুষের কথা শুনে না। ’
গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? প্রশ্ন ভাবনার

ভাবনা বলেন, ‘জীবনে একটা জিনিসই করবেন না, সেটা হলো মানুষের কথা শোনা। আপনার পরিবার ছাড়া কেউ আপনাকে ভালো বুদ্ধি দেবে না। আমি এসবের বিপক্ষে না, তবে এই যে মানুষের কনফিডেন্স লো করে দেয়া, এটা আমার অপছন্দ। ’

নেটিজেনদের পরামর্শ দিয়ে ভাবনা বলেন, ‘সবার দেখতে একই রকম হওয়ার দরকার কী। কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? মানুষকে জাজ করা বন্ধ করুন। ’
গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? প্রশ্ন ভাবনার

অভিনেত্রী ভাবনাকে সর্বশেষ দেখা গেছে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায়। অভিনেত্রী সম্প্রতি শেষ করেছেন ‘দামপাড়া’ সিনেমার কাজ। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। পরিচালনায় শুদ্ধমান চৈতন।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *