





বড় পর্দায় ফিরছেন এক সময়ের আলোচিত-সমালোচিত দুই নায়িকা মুনমুন ও আঁচল। অশ্লীলতার অভিযোগে এক সময় সমালোচনা শুনতে হয়েছে এই দুই অভিনেত্রীকে।






সেই অভিযোগ মাথায় নিয়ে ঢাকাই ছবি থেকে সরে যেতে হয়েছিল এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুনকে।






গুণী নির্মাতা এহতেশামের হাত ধরে ১৯৯৮ সালে ‘মৌমাছি’ ছবিতে সর্বপ্রথম অভিষেক হয় চিত্রনায়িকা মুনমুনের। প্রায় ৯০টি ছবিতে অভিনয় করেছেন তিনি।
কিন্তু অশ্লীলতার অভিযোগে সমালোচনায় মুখে নিজের অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। শেষ পর্যন্ত সিনেমা জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।
তবে অশ্লীলতার জন্য তিনি নিজে দায়ী নন বলে সবসময় দাবি করেছে মুনমুন। সংসারে সময় দেয়ার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছেন বলে দাবি তার।
অন্যদিকে অশ্লীলতার অভিযোগে ছিটকে পড়া আরেক অভিনেত্রী আঁচল। তবে ক্যারিয়ারের শুরুতে এ নায়িকা বেশ সচেতন ছিলেন। পোশাকের ব্যাপারে তাকে যত্নবান দেখা যেত।
কিন্তু শেষ পর্যন্ত তিনিও নিজের অবস্থান ধরে রাখতে পারেনি। ফলে দীর্ঘ সময় তাকে আর সিনেমায় দেখা যায়নি।
আলোচিত এ দুই অভিনেত্রীকে আবার দেখা যাবে ঢালিউডে। একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দুই জন।
‘রাগী’ নামে একটি ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে। ছবিটি শুটিং বন্ধ থাকলেও গত সপ্তাহ থেকে আবারও শুটিং শুরু হয়েছে। ছবিটি পরিচারণা করছেন মিজানুর রহমান মিজান।