Home / মিডিয়া নিউজ / ডোবার মধ্যে ঘাসের আবরন টান দিতেই বেরিয়ে এলো মাছের ঝাঁক

ডোবার মধ্যে ঘাসের আবরন টান দিতেই বেরিয়ে এলো মাছের ঝাঁক

গ্রাম্য পরিবেশে মাছ ধরতে কার না ভালো লাগে। যদি হাটতে গিয়ে মাছ পাওয়া যায় তখন সে ব্যাপারটা

আরো অদ্ভুত হয়ে যায়। ঠিক এমনই ঘটনা ঘটে গ্রামের একটি কিশোরের সাথে দুবাই হাতে গিয়েই

সে দেখতে পায় ছিল অনেক বড় বড় ঝাঁক। সেটি ভিডিও ভিডিও ধারণ করে ইন্টারনেটে দিলে এটি

ইন্টারনেটের বদৌলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাবে ছড়িয়ে পড়ে। রাতারাতি সে ধারণকৃত ভিডিওটি হয়ে যায় ভাইরাল।

সকাল একটি কিশোর ডোবাতে হাঁটতে গিয়ে দেখতে পেলে এমন কাণ্ড। চোখকে বিশ্বাস করতে পারলো না যে সে কি দেখছে। সে ডোবার কাছে থাকা ঘাসের আবরণকে কৌতূহলবশত টান দিতে দেখতে পেল এই অদ্ভুত কাণ্ড। সে ঘাসের আবরণটি টান দিতে না দিতেই দেখতে পেল মাছ ঝাঁকে ঝাঁকে বের হচ্ছে। সেখানে মাছের অভাব নেই। ঝাঁকে ঝাঁকে মাছ বের হচ্ছে।

কাদার সাথে লেগে আছে হাজারো মাছ। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে কিছু না ভেবে মাছগুলোকে ধরতে লাগলো।

এত এত মাছ ছিল যে তার কাছে থাকা বাতিটিও সে মাছের কাছে কম পড়ে গেল। উপায়ন্তর না পেয়ে সে একটি বালতি নিয়ে আসলো সে আবার তার দেখা মাছগুলোকে ধরতে লাগলো । জীবনে এত মাছ সে আগে কখনো দেখিনি। সে আবারও ঘাসের আবরণ তুলল সেখানেও সব দেখতে পেল তার দেখা আগের মত অদ্ভুত কান্ড। সেই অদ্ভুত কান্ড দেখে মহাখুশি।

এতগুলো মাছ একসাথে দেখে তার সাথে থাকা বন্ধুটি তার ফোন দিয়ে এই দৃশ্যটি ধারণ করতে লাগল। সাথে সাথে তারা মাছগুলো কে ধরতে লাগলো। তাদের কাছে এই বিষয়টি ছিল অভাবনীয়। নিজের চোখকেও তারা যেন বিশ্বাস করতে পারছিল না। তারা ভাবছে ঘাসের আবরণে মাঝে এতগুলো মাছ কোথা থেকে আসলো।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *