





সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল’ হওয়ার একটা প্রবণতা জন্মেছে সমাজে, অর্থাৎ ইন্টারনেট






দুনিয়ায় পরিচিত ও আলোচিত হওয়ার বাতিক। এ বিষয় নিয়েই নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ভাইরাল ভিডিও’।






টিভি অভিনেত্রী নাদিয়া আহমেদ অভিনয় করেছেন এতে। তার সঙ্গে রয়েছেন রাশেদ সীমান্ত, নাদিয়া আহমেদ,






কচি খন্দকার, আমিরুল হক চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, রোমানা স্বর্ণা, আমিন আজাদ প্রমুখ। হাস্যরসাত্মক এই নাটক রচনা করেছেন টিপু আলম মিলন। পরিচালনা করেছেন নির্মাতা আকাশ রঞ্জন।
নাটকের গল্প সম্পর্কে পরিচালক আকাশ রঞ্জন বলেন, সময়সায়িক গল্পের নাটকই দর্শক পছন্দ করে। এটি মাথায় রেখেই কমেডি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। এতে আমাদের সমাজের চেনা জানা মানুষের ছায়া খুঁজে পাবে দর্শকরা। শিগগিরই সম্প্রচার প্রচার শুরু হবে নাটকটি।’ বরাবরের মতো নাটকটিও দর্শক পছন্দ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।