





একজন চলচ্চিত্রের প্রতিষ্ঠিত অভিনেত্রী আর অন্যজন সদ্য বিনোদন জগতে আসা নতুন অভিনেত্রী।






বলছিলাম নাসরিন আর নিঝুম রুবিনার কথা। বর্তমানে তাদের মধ্যে থাকা দন্ধের কথা সকলেরই জানা।






তুচ্ছ একটি ঘটনা নিয়ে তাদের মধ্যে শুরু হয় একটি ঝামেলা। আর এই বিষয়টি গড়ায় একেবারে






চলচ্চিত্র শিল্পী সমিতি পর্যন্ত। আর চলচ্চিত্র সমিতিতে এই বিষয়টি নিয়ে অভিযোগ জানান অভিনেত্রী নিঝুম।ঢাকার বনশ্রীতে চিত্রনায়িকা নিঝুম রুবিনার পারলারে গিয়েছিলেন সিনেমার আরেক অভিনয়শিল্পী নাসরিন। নিঝুম রুবিনার দাবি, পারলারে গিয়ে নাসরিন তাঁর কর্মচারীদের সঙ্গে মালিক সম্পর্কে আজেবাজে কথা বলছেন। এতে ক্ষিপ্ত হয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর অভিযোগ করেন নিঝুম রুবিনা।
তবে বিষয়টিকে পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন এক হাজার ছবির অভিনয়শিল্পী নাসরিন। একটি অনলাইন পত্রিকার সঙ্গে আলাপে আজ বুধবার সকালে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন চলচ্চিত্রের এই দুই অভিনয়শিল্পী।
২০১২ জাকির হোসেন রাজুর ’এর বেশি ভালোবাসা যায় না’ ছবিতে নায়িকা হয়ে বড় পর্দায় আগমন ঘটে নিঝুম রুবিনার। এখন পর্যন্ত এই নায়িকার পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। মুক্তির দিক দিয়ে তাঁর সর্বশেষ ছবিটি হচ্ছে মিনহাজ অভির ’মেঘকন্যা’। শুটিং শেষ হওয়া তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে বলে জানান তিনি। নিঝুম বলেন, ’বনশ্রীতে আমার পারলারে তিনি প্রায়ই আসেন। এর মধ্যে একদিন তিনি আমার কর্মচারীদের আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন। শুরুতে পাত্তা দিইনি। পরে ভাবলাম, তিনি একজন শিল্পী, আমিও শিল্পী, তাই শিল্পী সমিতির বরাবর বিষয়টি জানাই।’
নাসরিনের সঙ্গে আপনার সমস্যা কী? তিনি আপনাকে নিয়ে কেনই–বা এমন কথা বলবেন? এমন প্রশ্নের উত্তরে নিঝুম রুবিনা, ’আমার সঙ্গে তাঁর কোনো ধরনের কোনো সমস্যা নেই। কোনো দিনই তাঁর সঙ্গে আমার কথা হয়নি। অথচ আমি তাঁকে এই বছরও শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিয়েছি, আগেরবারও ভোট দিয়েছি। আমি কিছুই বুঝতেছি না, কেন তিনি আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন।’
আপনার প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে উল্টাপাল্টা কথা বলেছেন, আপনি কি নাসরিনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করেননি? এমন প্রশ্নে নিঝুম রুবিনা বলেন, ’তিনি ঝগড়াটে টাইপের মহিলা। তাঁর সঙ্গে কথা বলে আমি পারব না। আমাদের সিনিয়র কয়েকজন ভাইয়ের সঙ্গে কথা বললাম, তাঁরা বললেন যে, তুমি নাসরিনের সঙ্গে কথা বলে পারবা না। এর চেয়ে বরং তুমি অভিযোগ করো। এরপর তাঁকে চিঠি দেওয়া হয়েছে আমাদের শিল্পী সমিতি থেকে। এর বেশি আমি আর কিছু বলতে পারব না।’
নিঝুম রুবিনার অভিযোগ অস্বীকার করেছেন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী নাসরিন। তিনি বললেন, ’আমি তো নিঝুম রুবিনা নামে কাউকে চিনিও না। আমি পারলারে যাই রূপচর্চাবিষয়ক সেবা গ্রহণ করতে। সেখানে মালিক নিয়ে কর্মচারীদের সঙ্গে কথা বলার প্রশ্নই আসে না। চলচ্চিত্রে এত বছর অভিনয় করে একটা অবস্থান তো তৈরি করতে পেরেছি, এই অবস্থায় থেকে এ ধরনের কথা বলার প্রশ্নই আসে না।’
নাসরিন জানান, তিনি এখন অসুস্থ। কয়েক দিন ধরে হাসপাতাল আর বাসায় যাওয়া-আসার মধ্যে আছেন। ১৩ মার্চ নাসরিনের জরায়ু টিউমারের অস্ত্রোপচার হবে। বললেন, ’শুনেছি, শিল্পী সমিতিতে নিঝুম রুবিনা নামের ওই নায়িকা অভিযোগ করেছেন। কিন্তু অসুস্থতার কারণে আমি ওদের কারও সঙ্গে কথা বলতে পারিনি। এরপরও আমার স্বামীকে বলেছিলাম একটা চিঠি পাঠিয়ে অবস্থান জানিয়ে দিতে। কিন্তু সমিতি থেকে আমাকে আরেকটি চিঠি পাঠিয়েছে, তারা আমার অসুস্থতার প্রমাণ চেয়েছে। আজ হয়তো ওসব কাগজপত্র পাঠিয়ে দেব। সুস্থ হলে তবেই দেখা করে বিষয়টা জানার চেষ্টা করব। তবে এ ধরনের অভিযোগে আমি বিস্মিত হয়েছি।’
প্রসঙ্গত, বাংলাদেশের চলচ্চিত্র জগতের একটি জনপ্রিয় নাম নাসরিন। নাসরিনের চলচ্চিত্রে আবির্ভাব হয় ১৯৯৩ সালে। সিনেমার ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে তার। বিশেষ করে কমেডি চরিত্রেই তিনি সব থেকে বেশি অভিনয় করেছেন। সিনেমা পাড়ায় তিনি দিলদারের নায়িকা হিসেবে বেশ খ্যাত ছিলেন। তবে একটা সময় তাকে এবং দিলদারকে নিয়ে নানা ধরনের মন্তব্য হয়েছিল। তাদের মধ্যে ছড়িয়েছিল সম্পর্কের গুঞ্জনও।